ভারত সরকারের পক্ষ থেকে দেশটির পিছিয়ে পড়া জনগণের জন্য অনেক রকমের ভাতা চালু রয়েছে। যার মধ্যে অন্যতম, অসচ্ছল বিবাহিত নারীদের স্বাবলম্বী করার জন্য ভাতা। সেই ভাতাটি এতোদিন গ্রহণ করছিলেন বলিউডের অন্যতম তারকা সানি লিওনি!
সম্প্রতি ভারতের ছত্তিশগড়ের এক বাসিন্দার সুবাদে এই অবিশ্বাস্য তথ্যটি সবার সামনে আসে। যিনি সরকারি এই ভাতা পাওয়ার জন্য সানি লিওনির নামে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ‘তালুর’ নামে একটি গ্রামে।
এই ভাতা পেতে স্থানীয় এক ব্যক্তি নিজের স্ত্রীর নাম সানি লিওনি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। বিষয়টি প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ছত্তিসগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজ্য এই ঘটনায় বিজেপিকে বেশ তুলোধোনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ‘মাহতারি বন্দনা যোজনা’র আওতায় থাকা ৫০ শতাংশ অ্যাকাউন্টই ভুয়া! তবে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি পাল্টা জবাবে বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস মহিলাদের এভাবে সাহায্য করতে পারেনি, বিজেপি মহিলাদের সাহায্য করছে দেখে তাদের সহ্য হচ্ছে না।’
সূত্র: হিন্দুস্তান টাইমস