বলা যেতে পারে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের পুনর্জন্ম ঘটে চলচ্চিত্র উৎসব থেকে। বিশেষ করে কান চলচ্চিত্র উৎসবের মাধ্যমে তার বৈশ্বিক যাত্রা ঘটে। এরপর ‘রেহানা মরিয়ম নূর’ সুবাদে তিনি বিশ্বের নানা প্রান্তের উৎসবে ছুটে চলেন অভিনেত্রী হিসেবে।
তিনি বরাবরই বলেন, এ ধরনের উৎসবগুলো তাকে সব সময় টানে। কারণ, এতে গোটা বিশ্বের নানান মানুষ ও সিনেমার সঙ্গে তিনি পরিচিত হতে পারেন।
এবার সেই ইচ্ছের সিঁড়ি বেয়ে আরও একধাপ ওপরে উঠলেন অভিনেত্রী। নিজ দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম জুরি বা বিচারক হিসেবে নিজের নামটি লেখাতে পেরেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেও। বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আনন্দের ও সম্মানের বিষয়। আগেও আমি দুটি উৎসবে জুরি হিসেবে কাজ করেছি। তবে সেটি অনলাইনে ঘরে বসে। ভিসা জটিলতার কারণে তখন সরাসরি যেতে পারিনি। এবারই প্রথম সরাসরি জুরির কাজটি করতে পারবো। তাও আবার নিজ দেশের উৎসব।’
এর আগে অনলাইনে বসে ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই অ্যাম টুমরো’ চলচ্চিত্র উৎসব এবং ভারতের ‘বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসব’-এ জুরি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে বাঁধনের। বলেন, ‘দেশে কাজ থাকায় ২০২৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত ব্রাসেলসের আই অ্যাম টুমরো ফেস্টিভ্যালে অনলাইনে যুক্ত হয়ে দায়িত্ব পালন করেছিলাম। এ ছাড়া ভিসা না দেওয়ার কারণে ভারতের বেঙ্গালুরু উৎসবে জুরি হিসেবে উপস্থিত হতে পারিনি। ফলে এবারই প্রথম সশরীরে জুরি হিসেবে ফেস্টিভ্যালে থাকতে পারবো। অন্য জুরিদের সঙ্গে পরিচিত হতে পারবো। এটা আমার জন্য আনন্দের বিষয়।’
লম্বা সময় নতুন কোনও কাজের খবর না মিললেও বাঁধন সম্প্রতি ‘গুটি’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।