আল্লু অর্জুনের ভক্ত অমিতাভ!

সম্প্রতি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন একটি সাক্ষাৎকারে অকপটে জানালেন, অমিতাভ বচ্চন তার আদর্শ।

এই কথা কানে গেছে খোদ অমিতাভের। তিনিও এর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। আল্লু অর্জুনের ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন অভিনেতা। আল্লুর এমন আন্তরিক কথার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং তার কাজের প্রশংসা করেছেন অমিতাভ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে আল্লু অর্জুনকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন বলিউড অভিনেতা আপনাকে সবচেয়ে অনুপ্রাণিত করেন? 

জবাবে আল্লু অর্জুন বলেন, ‘অমিতাভজি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেন। আমি অমিতাভ বচ্চনকে সবচেয়ে পছন্দ করি, কারণ আমরা তার সিনেমা দেখে বড় হয়েছি। আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের ওপর তার একটি দুর্দান্ত প্রভাব চলে এসেছে। তাই যদি আমাকে এক কথায় বলতে হয়, আমি অমিতাভজির একজন বড় ভক্ত।’

অমিতাভ সেই ভিডিওটি শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘আল্লু অর্জুনজি, আপনি খুবই আন্তরিকতার সাথে, বিনীতভাবে কথা বলেছেন। আপনি আমাকে আমার প্রাপ্যের চেয়ে বেশি দিয়েছেন। আমরা সবাই আপনার কাজ এবং প্রতিভার অনেক বড় ভক্ত। আপনি আমাদের অনুপ্রাণিত করতে থাকুন সবসময়। আপনার অব্যাহত সাফল্যের জন্য আমার প্রার্থনা এবং শুভেচ্ছা।’

অমিতাভের এক্স হ্যান্ডেলের সেই পোস্টে আল্লু অর্জুন প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন, ‘অমিতাভজি, আপনি আমাদের সুপার হিরো এবং আপনার কাছ থেকে এই ধরনের কথা শোনা পরাবাস্তব। আপনার আন্তরিক কথা, উদার প্রশংসা এবং হৃদয়পূর্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ।’

এই প্রথম নয়, ‘শোলে’ অভিনেতা আল্লু অর্জুনের কাজের প্রশংসা করেছেন আগেও। ‘কেবিসি’র একটি পর্বে মেগাস্টার স্বীকার করেছিলেন যে, তিনি ‘পুষ্পা’ সিনেমার একজন বিশাল ভক্ত।

বলা প্রয়োজন, সুকুমার নির্মিত ‘পুষ্পা ২: দ্য রুল’ হলো ব্লকবাস্টার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার সিক্যুয়েল। 

সিনেমায় আল্লু অর্জুন পুষ্পা রাজের ভূমিকায় পুনরায় অভিনয় করেছেন। শ্রীভল্লির চরিত্রে আছেন রাশমিকা মান্দানা।

সূত্র: টাইমস নাউ