ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। সিনেমার পাশাপাশি বাংলাদেশের সর্বাধিক কর্পোরেট প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার রেকর্ডও তার দখলে। যার সংখ্যা ক্রমশ বাড়ছে।
তেমনই এক সুখবর দিলেন মিম। আরও একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি। জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড নামে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে নতুন পথচলার সূচনা হয় তার।
সম্প্রতি জেসিএক্সের একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন মিম। যে বিজ্ঞাপনটি আজ (১০ ডিসেম্বর) থেকে প্রচারে আসবে বলে জানিয়েছেন নায়িকা।