যুক্তরাষ্ট্রের ঠিকানায় নতুন অবতারে জায়েদ খান

যুক্তরাষ্ট্রের অন্যতম বাংলা গণমাধ্যম ঠিকানা’র খবর প্রায় সবারই জানা। বিশেষ করে সম্প্রতি তুমুল জনপ্রিয় পলিটিক্যাল সঞ্চালক খালেদ মুহিউদ্দীন জার্মানের বন থেকে উড়ে গিয়ে নিউ ইয়র্কের ঠিকানায় যুক্ত হয়ে সেই জানার পরিধি আরও বাড়িয়ে দিয়েছে জনমনে।

ঠিকানা’র নতুন চমক হয়ে এবার দর্শকচোখে ধরা পড়লেন নায়ক জায়েদ খান। এরমধ্যে তাকে নিয়ে প্রকাশ হয়েছে একটি টিজার। যার শুরুটাই হয়েছে ‘দ্য রিয়েল বেঙ্গল টাইগার’ হিসেবে জায়েদ খানকে পরিচয় করিয়ে দিয়ে। যেখানে দেখা যাচ্ছে শুটিং ফ্লোরে জুতোর ফিতা লাগাচ্ছেন নায়ক। নিউ ইয়র্ক শহরের বুকে বসে পান করছেন কফি। হাঁটতে হাঁটতে হঠাৎ পথচারীদের চমকে দিয়ে দিচ্ছেন তার ইউনিক স্টাইলের ডিগবাজি। শেষে পর্দায় উঠছে ‘ইনট্রোডিউচিং জায়েদ ২.০’।

নিউ ইয়র্ক থেকে জায়েদ খান জানান, নায়ক হিসেবে নন। এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন সঞ্চালক হিসেবে।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি কখনোই প্রেজেন্টার হিসেবে কাজ করিনি। এবার সেটা করতে যাচ্ছি। বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত ও নার্ভাস। আপনারা জানেন, ঠিকানা প্ল্যাটফর্ম হিসেবে বেশ বড়। সেখানেই করছি শো’টি। কয়েকটি পর্ব করবো। এরপর দর্শক পছন্দ করলে আগাবো। নাহলে চুপ হয়ে যাবো।’

নিউ ইয়র্কে শুটিংয়ে জায়েদ খানজায়েদ জানান, এটা মূলত বিনোদনমূলক টক শো। যেখানে সিনেমা ছাড়াও বাংলার সংস্কৃতির প্রায় সব শাখা নিয়েই অতিথির সঙ্গে আলাপ করবেন তিনি।

জায়েদের ভাষায়, ‘বাংলার চলচ্চিত্র, কৃষ্টি-কালচারকে টেনে তুলে ধরার ইচ্ছা রয়েছে এই শোয়ের মাধ্যমে।’

বলা দরকার, জুলাই বিপ্লবের আগে থেকেই জায়েদ খান অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। অনুমান করা যাচ্ছে, সহসা তিনি দেশে ফিরছেন না। বিপরীতে স্টেজ শো আর সঞ্চালনা দিয়ে থিতু হতে যাচ্ছেন দেশটিতে।নিউ ইয়র্কে শুটিং ফ্লোরে জায়েদ খান