ঢাকা হয়ে বরিশাল যাচ্ছে ‘হাউ সুইট’ টিম

ঘোষণার এক মাস হয়ে গেলেও খোঁজ মিলছিলো না শুটিংয়ের। তবে কি নায়িকা ফারিণকে নিয়ে নির্মাতা অমির ঘোষণাটি ভেস্তে গেলো! এমন সন্দেহ দানা বাঁধতেই খবর মিললো শুটিংয়ের।

অনেকেই জানেন, কাজল আরেফিন অমি মাস খানেক আগে ঘটা করে নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ওয়েব সিনেমা ‘হাউ সুইট’। যার শ্রেষ্ঠাংশে জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

অবশেষে জানা গেছে, ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। ঢাকায় শুটিং শুরু হয়ে পুরো টিম ছুটবে বরিশালে। টানা ২০ দিনের মতো শুটিং হবে। রোমান্টিক-কমেডি জনরার এ সিনেমাটির মধ্য দিয়ে পাঁচ বছর পর একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অপূর্ব-অমি।

কাজটি প্রসঙ্গে পরিচালক আগেই জানিয়ে ছিলেন, ‘চমচম খেলে যেমন মিষ্টি অনুভব হয়, এই গল্পটি দেখার সময় দর্শকদের সেই অনুভূতি হবে। আর এই ধরনের কাজে অপূর্ব ভাই ছাড়া কারও নাম মাথায় আসেনি। তাছাড়া ফারিণের সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। সে রোমান্টিক, সিরিয়াস দুই চরিত্রেই ভালো করে। আশা করছি দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে।’

সিনেমাটিতে অপূর্ব-ফারিণ ছাড়া আরও অভিনয় করবেন সাইদুর রহমান পাভেল, বাচ্চু, শিমুল শর্মা প্রমুখ।