এ সপ্তাহের ছবি ও সিরিজ

অন্তর্জালে পরী, প্রেক্ষাগৃহে দীঘি

এ সপ্তাহের ছবি হিসেবে আজ (৮ নভেম্বর) দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দীঘির সিনেমা ‘৩৬–২৪–৩৬’। একই দিনে সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা পরীমণির প্রথম সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ। 

দীঘির সিনেমাটি নির্মাণ করেছেন রেজাউর রহমান। ফারুকীর ছবিয়াল আছে নির্বাহী প্রযোজনায়।

নির্মাতা জানান, ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ, সৈনিক ক্লাব, বিজিবি অডিটোরিয়াম, লায়ন, দিয়াবাড়ির মিউজিক মুভি থিয়েটারে দর্শকরা সিনেমাটি দেখতে পারছেন শুক্রবার (৮ নভেম্বর) থেকে। এছাড়াও নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারসহ রাজশাহী, বগুড়া, খুলনা, দিনাজপুর, সৈয়দপুর, শান্তাহার, কুষ্টিয়া এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে সিনেমাটি মুক্তি পেয়েছে।

দীঘিরোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ‘৩৬–২৪–৩৬’। সিনেমাটি নিজের আগের কাজগুলোর মতো না বলে জানিয়েছেন দীঘি। অভিনেত্রী বলেন, ‘আমি এক কথায় বলবো, সিনেমাটি ফুল অব এন্টারটেইনমেন্ট। দর্শকরা খুব মজা পাবেন দেখে। যে একবার দেখতে বসবেন, তার মনে হবে সিনেমাটি শেষ করতে হবে। বেশ বড় আয়োজনে নির্মিত হয়েছে। সবাইকে প্রেক্ষাগৃহে আমন্ত্রণ।’

রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটির আরও দুটি দরকারি চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন ও কারিনা কায়সার। আরও আছেন গোলাম কিবরিয়া তানভীর, আবু হুরায়রা তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীনসহ অনেকে।

এদিকে পারিবারিক লম্বা বিরতি শেষে অভিনয়ে পরীমণির ইউটার্ন ঘটতে যাচ্ছে ‘রঙিলা কিতাব’ দিয়ে, এমনটাই মনে করছেন তার ভক্ত ও সমালোচকরা। পরী নিজেও তেমনটাই মনে করেন। সিরিজটি ৮ নভেম্বর প্রথম প্রহর থেকে উন্মুক্ত রয়েছে হইচই প্ল্যাটফর্মে।পরীমণি‘রঙিলা কিতাব’ সিরিজে পরীমণির সঙ্গে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান।

প্রথম ওয়েব সিরিজ হওয়ায় স্ক্রিপ্ট পড়ার পর থেকেই বেশ রোমাঞ্চিত ছিলেন পরী। তার কথায়, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সবসময় স্পেশাল। তেমনই প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের প্রথম দিন থেকেই বেশ উচ্ছ্বসিত ছিলাম। সহশিল্পী ও টিমের সব সদস্যের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব সহযোগিতা করেছেন। এবার দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার পালা।’

অভিনেতা মোস্তাফিজ নুর ইমরান বলেন, “ওয়েব সিরিজটির জন্য আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি। এখন ‘রঙিলা কিতাব’ দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া শোনার অপেক্ষায় আছি।”

দীঘির সিনেমার হল লিস্টবড় পর্দায় ‘দেবী’ ও ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’র পর ‘রঙিলা কিতাব’ নির্মাণ করলেন অনম বিশ্বাস। তিনি বলেন, “মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প ‘রঙিলা কিতাব’। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা সম্পৃক্ত হতে পারেন। সিরিজটির মাধ্যমে আমরা শুধু বিনোদন নয়, বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, ‘রঙিলা কিতাব’ দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।”

কিঙ্কর আহসানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাসের ছায়া অবলম্বনে এটি নির্মিত হয়েছে।

হইচই বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাকিব আর খান জানান, তাদের প্ল্যাটফর্মে গত ৮ আগস্ট ‘রঙিলা কিতাব' মুক্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত ছিল। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সেটা পিছিয়ে ৮ নভেম্বর মুক্তি দেওয়া হলো।ইমরান ও পরী