অনেকটা পল্লী বিদ্যুতের গতিবিধির মতো। এই জ্বলে উঠে এই ফুড়ুৎ। তবুও ‘দেবী’-কন্যার প্রতি আগ্রহের যেন কমতি নেই দর্শকদের। কারণ তিনি হঠাৎ হারিয়ে গিয়ে ফিরে আসেন নতুন কোনও খবরে। চমকে দেন সোশ্যাল হ্যান্ডেলে লেখা আর ছবিতেও।
যেমন এলেন এবারও।
মাঝে ব্যক্তিজীবন, পড়াশোনা, সাংবাদিকতা আর চাকরির সুবাদে মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন আলগোছে। গত ঈদে সাজিন আহমেদ বাবুর অনুরোধে ‘ভারপ্রাপ্ত বউ’ নাটকে অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। নাটকটি করে ভালোই প্রশংসা কামিয়ে ফের ফুড়ুৎ।
আদালতের এজলাসে নয়, তিনি বসছেন একটি রিয়েলিটি শো’য়ের বিচারকের আসনে। না, সুন্দরী প্রতিযোগিতা নয়। এটি কমেডিভিত্তিক শো। নাম ‘হা শো’। এনটিভিতে যা চলছে গত ছ’বছর ধরে। সপ্তম আসরে তিন প্রধান বিচারকের মাঝের সিটে বসতে যাচ্ছেন তিনি।
তার দুই পাশে থাকছেন দুই খান। না শাকিব খান-জায়েদ খান নন। থাকছেন অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান।
জানা গেছে, এরই মধ্যে দেশের নানা অঞ্চলের প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন পর্বের স্টুডিও শুটিংয়ের কাজ শুরু হয়েছে রাজধানীর তেজগাঁও এলাকায় এনটিভির স্টুডিওতে।
২০১০ সালে ‘হা শো’-এর ফাইনালিস্ট পারফর্মার ছিলেন আবু হেনা রনি। তিনিই এর উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন যৌথভাবে কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী।