বলিউড সুপারস্টার সালমান খান আবারও ফিরিয়ে আনলেন তার সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’-এর নাম। ঘোষণা দিলেন, ছবিটির সঙ্গে সংযুক্ত তারকাদের নিয়ে ‘দাবাং ট্যুর’-এর।
খুব কম পোস্ট করা সালমান তার এক্স (পূর্বে টুইটার) প্রোফাইলে এই ট্যুরের ঘোষণা দেন ও পোস্টার প্রকাশ করেন। এতে দেখা যাচ্ছে, সালমানের সঙ্গে অংশ নিচ্ছেন সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি এবং প্রভু দেবা। এ ছাড়াও এই ট্যুরে থাকছেন তামান্না ভাটিয়া, মানীশ পল, আস্থা গিল ও সুনীল গ্রোভার।
সালমান তার পোস্টে দুবাইয়ের ভক্তদের উদ্দেশে লিখেছেন, “দুবাই, প্রস্তুত হও! ৭ ডিসেম্বর ২০২৪-এ আসছে ‘দাবাং দ্য ট্যুর- রিলোডেড’।” তিনি তার ভাই সোহেল খানকেও ট্যাগ করেছেন, যিনি এই ইভেন্টটি আয়োজন করবেন কিছু অংশীদারের সহায়তায়।
এই ঘোষণাটি এমন সময়ে এসেছে যখন সালমান খান তার ব্যক্তিগত জীবনে কিছু কঠিন সময় পার করছেন। সম্প্রতি খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীর মৃত্যু তাদের জন্য বড় আঘাত হয়ে এসেছে। সিদ্দিকীকে জনবহুল শহরের রাস্তায় হত্যা করা হয়, যার পর থেকে সালমান এবং তার পরিবারের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যদিও ভক্তরা এই ট্যুরে সুপারস্টারকে মঞ্চে দেখার জন্য উচ্ছ্বসিত, তার নিরাপত্তা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
বলা দরকার, সালমান খান ২০২৫ সালের এপ্রিল মাসে ঈদ উপলক্ষে বড়পর্দায় ফিরছেন। তিনি অভিনয় করছেন সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় নির্মিত সিনেমা ‘সিকান্দার’-এ। এতে সালমানের সহশিল্পী হিসেবে থাকছেন রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল এবং প্রতীক বাব্বর। সিনেমাটি পরিচালনা করছেন এ আর মুরুগাদস।
এ ছাড়া নাদিয়াদওয়ালা ঘোষণা করেছেন আরেকটি আকর্ষণীয় প্রকল্প, যা ২০১৪ সালের মিউজিক্যাল অ্যাকশন ব্লকবাস্টার ‘কিক’-এর সিক্যুয়েল ‘কিক ২’।
সূত্র: বলিউড হাঙ্গামা