আলোকিত এক ‘সুড়ঙ্গ’ পেরিয়ে আফরান নিশো যেন ঘন অন্ধকারে পতিত হলেন! লম্বা সময় কোথাও নেই অভিনেতা। যে সিনেমার জন্য নাটক-ওটিটি ছেড়েছেন, সেটিরও সঠিক কোনও হদিস মিলছিলো না। যেটুকু গুঞ্জন উঠেছে, সেটিরও সত্যতা মেলেনি এতোদিন।
তবে অবশেষে সবাইকে চমকে দিতে যাচ্ছেন নিশো। নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে, চলমান অন্ধকার সময় থেকে বের হতে আফরান নিশো নিজেকে প্রস্তুত করছেন ‘দাগী’ চরিত্রে। হুম, তার নতুন ছবির নাম ‘দাগী’। ব্যানার একই থাকছে, আলফা আই। তবে নির্মাতা রায়হান রাফীর বদলে এবার নিশো পাচ্ছেন শিহাব শাহীনকে। যিনি ‘ছুঁয়ে দিলে মন’ নামে একটি চলচ্চিত্র বানিয়েছেন প্রায় এক দশক আগে।
এরপর ওটিটিতে ‘সিণ্ডিকেট’, ‘মাইসেলফ অ্যালেন স্বপন’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’র মতো জনপ্রিয় সিরিজ নির্মাণ করেন এই নির্মাতা।
জানা গেছে, ওটিটি অধ্যায় ভুলে শিহাব শাহীন এখন ব্যস্ত সময় পার করছেন নিশোকে নিয়ে ‘দাগী’ নির্মাণের লক্ষ্যে। ইতোমধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতেও ছবির নামটি নিবন্ধন করেছেন।
শিহাব শাহীন জানান, কিছুদিনের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি নিয়ে সবকিছু ঘোষণা করা হবে। তার আগে তিনি কিছু বলতে নারাজ।
প্রায় দেড় যুগের ছোটপর্দার সফল ক্যারিয়ার পেরিয়ে গত বছর (২০২৩) ঈদুল ফিতরে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন আফরান নিশো। রায়হান রাফীর পরিচালনায় এটি ব্যবসায়িকভাবে তুমুল সাফল্যও পায়।