মিডিয়ায় বহুমাত্রিক কাজের অন্যতম সফল মুখ শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায় নিজেকে প্রমাণ করে চলেছেন দুই দশকেরও বেশি সময় ধরে। তবে সব ছাপিয়ে তার বড় গুণটি হচ্ছে, তিনি নিজেকে কখনও লুকান না। নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করে দেন অকপটে। ভুল করলে প্রকাশ্যে ক্ষমা চাইতেও দ্বিধা করেন না।
এই তো সেদিন তিনি ‘খালেদা জিয়া হত্যাচেষ্টা’ মামলা থেকে অব্যাহতি পেতে প্রকাশ্যে ফেসবুকে ক্ষমা চাইলেন বৈষম্যবিরোধী আন্দোলন সমন্বয়কদের কাছে। কেন এবং কার পরামর্শে তিনি ক্ষমা চাইলেন, সেটিও জানালেন। এভাবে রাজনৈতিক অস্থিরতা পার করলেও মিডিয়ার বৈতরণী পার করতে বেশ বেগ পেতে হচ্ছে এই অভিনেতাকে।
তার অভিযোগ গুরুতর। নতুন কাজ পাচ্ছেন না। চূড়ান্ত হওয়া শুটিং থেকেও বাদ পড়ছেন। এমনকি, মুক্তিপ্রাপ্ত কাজের পোস্টার ও প্রচারণায়ও রাখা হচ্ছে না তাকে!
জয়ের প্রশ্ন, তার আসলে অপরাধ কী? তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতার পর একমাত্র আমিই শিল্পী হিসেবে বহুবার কথা বলেছি এবং আমার অবস্থান পরিষ্কার করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব ছোট ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে আমাকে নিয়ে ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন। কারণ এই কাজ আমার রিজিক। এবং পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কী।’
বলা দরকার, এর আগে রায়হান রাফীর ওয়েব সিনেমা ‘৭ নম্বর ফ্লোর’ করে দারুণ প্রশংসা কামিয়েছেন জয়।
এদিকে অভিনয় নিয়ে আক্ষেপে থাকলেও শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনা চলছে এখনও নিয়মিত। যদিও তার উপস্থাপনার ঢং আর প্রশ্ন নিয়ে বিতর্ক রয়েছে।
আরও
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা: জায়েদ খান-শাহরিয়ার নাজিম জয়সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
সমন্বয়কের পরামর্শে জাতির কাছে ক্ষমা চাইলেন জয়!