অবশেষে কর্মস্থল থেকে অব্যাহতিপত্র পেলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন গত সরকারের আমলে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি বাতিল করা হলো অন্তর্বর্তী সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে।
৩০ সেপ্টেম্বর প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জ্যোতিকা জ্যোতি বিষয়টি অবগত হয়েছেন। এই প্রজ্ঞাপনে জ্যোতি ছাড়াও চুক্তিভিত্তিক আরও চারজন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে।
এতদিন তার সঙ্গে কাজের সুবাদে যুক্ত থাকা লেখক, গবেষক, প্রকাশকদের তিনি অনুরোধ করেছেন, কোনও প্রয়োজনে সরাসরি শিল্পকলার গবেষণা ও প্রকাশনা বিভাগে যোগাযোগ করার জন্য।
জানান ধন্যবাদও, ‘দেড় বছরের এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতায় আমাকে ঋদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।’
গত বছরের (২০২৩) ১৩ মার্চ থেকে জ্যোতিকা জ্যোতি দুই বছরের চুক্তিতে একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন।
৫ আগস্ট পরবর্তী পতন পরিস্থিতিতে আর কর্মস্থলে ঢোকা হয়নি অভিনেত্রীর। তবে সম্প্রতি শিল্পকলায় নতুন মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদের নিয়োগ হওয়ার খবর পেয়ে ১৭ সেপ্টেম্বর দুপুরে নিজ কর্মস্থলে গেছেন জ্যোতি। বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে পড়ে দ্রুত সময়ের মধ্যে বেরিয়ে যেতে হলো তাকে।
বলা দরকার, অভিনয়ের পাশাপাশি গত এক দশকে জ্যোতিকা জ্যোতি খুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান। গড়েছেন শস্যপণ্য বিপণন প্রতিষ্ঠান। আওয়ামী লীগ থেকে চেয়েছেন গৌরীপুর থেকে সংসদে বসার টিকিটও।