শুনেই দেখুন অভিনেত্রী মমর গান (ভিডিও)

গানটার মূল মালিক রবীন্দ্রনাথ ঠাকুর হলেও আপাতত এটিকে অভিনেত্রী মম’র গান বলে চালিয়ে দেওয়া যাচ্ছে। কারণ, তুমুল জনপ্রিয় এবং সহস্র কণ্ঠে ওঠা বিখ্যাত গানটিকে প্রথমবার নিজ কণ্ঠে তুলেছেন মম।

আহমেদ রাজীবের সংগীতায়োজনে কথা-সুর ঠিক রেখে সদ্য প্রকাশিত গানটির নাম ‘তোমার খোলা হওয়া’। গানটি গাওয়ার পাশাপাশি এর ভিডিওতেও মিলছে মমকে। খোলাচুলে নায়িকা হিসেবে নন, যেখানে তিনি কণ্ঠশিল্পী হিসেবেই দর্শকদের সামনে এসেছেন।

গানটি প্রকাশের তিন দিনের মাথায় ৬ হাজার ভিউয়ের ঘর অতিক্রম করেছে ইউটিউব চ্যানেলে। মন্তব্য মিলেছে দুটি। দুটোই পজিটিভ। সিএমএস রেকর্ড নামের আইডি থেকে লেখা হয়েছে, গ্রেট পারফরমেন্স। চারটি লাভ ইমো দিয়েছেন আরেকজন দর্শক। 

গত এপ্রিলে গানটির রেকর্ডিং ও শুটিং শেষ হয়। মাঝে রাজনৈতিক অস্থিরতার চাপে সেই প্রজেক্ট মুক্তিতে পিছিয়ে পড়ে। যা এবার মুক্তির আলোয় ডানা মেললো।

গানটি প্রসঙ্গে মম বলেন, ‘আমি মাঝে মাঝে গান করি, নিজের জন্য। তবে এভাবে আয়োজন করে গান গাওয়া হয় না সচরাচর। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলাম বেশ আগে। এবার সেটি প্রকাশ হলো। শুনে ভালো লাগছে।’

জানা গেছে, আহমেদ রাজীবের উদ্যোগে ২০ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে ২০টি গানের অডিও/ভিডিও তৈরি হচ্ছে। ইতোমধ্যেই প্রজেক্টের আওতায় নির্মিত ৫টি গান প্রকাশ হয়েছে। সেই ধারাবাহিকতায় ৬ নম্বর গানচিত্র হিসেবে প্রকাশ হলো মম’র কণ্ঠে ‘খোলা হওয়া’।

অভিনেত্রী জাকিয়া বারী মম গান যে আগে গাননি, তাও নয়। এর আগে শিহাব শাহীন পরিচালিত ‘রূপকথা এখন আর হয় না’ নাটকের প্রয়োজনে একটি সিনেমার গান কণ্ঠে তুলেছিলেন। তবে রবীন্দ্রসংগীত এবারই প্রথম।