যখন নাটকপাড়ায় তুলকালাম চলছে অভিনয়শিল্পী সংঘ কর্তাদের গণপদত্যাগের দাবিতে, তখনই খবর এলো অন্য দশটি সংগঠনের এক হওয়ার মতো বড় খবর। যারা নির্মাণ শিল্পের প্রতিটি স্তরের সঙ্গে জড়িত। বরাবরই যারা অভিনয়, নির্মাতা, প্রযোজক ঘরানার সংগঠনের চাপে চ্যাপ্টা হয়ে ছিলেন।
দশ সংগঠনের এই মোর্চা বা ছাতার নাম ফিল্ম ক্রু অ্যালায়েন্স অব বাংলাদেশ (ফিল্ম ক্যাব)। গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর এক রেস্তোরাঁয় এই ছাতাটি খোলা হলো তুমুল বৃষ্টির বিপরীতে, গঠিত হলো ১০ সংগঠনের প্রতিনিধি নিয়ে কমিটি। এতে যুক্ত রয়েছে সিনেমা, বিজ্ঞাপনচিত্র ও ওটিটি কনটেন্ট ক্রুদের বেশ কয়েকটি সংগঠন। তাদের মতে, ফিল্ম ক্যাব শুধু একটি সংগঠন নয়—এটি একটি ছাতা, যা ১০টি বিশিষ্ট সংগঠনকে রোদ-বৃষ্টি থেকে বাঁচাবে।
এর সঙ্গে যুক্ত থাকা সংগঠনগুলো হলো আর্ট ডিরেক্টরস অ্যান্ড কস্টিউম ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; বাংলাদেশ অ্যাডভার্টাইজিং মেকআপ আর্টিস্ট কমিউনিটি; বাংলাদেশ অ্যালায়েন্স অব সিনেমাটোগ্রাফারস; বাংলাদেশ প্রডাকশন সাউন্ড রেকর্ডিস্ট অ্যাসোসিয়েশন; কাস্টিং ডিরেকটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ফোকাস পুলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; পোস্ট প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ক্যামেরা ক্রু অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ লাইটম্যান কল্যাণ সংস্থা।
প্রতিষ্ঠার দিন সংগঠনটির সদস্যদের সামনে নেতারা সাতটি লক্ষ্য উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, ন্যায়সঙ্গত ও সংগঠিত কাজের পদ্ধতি, পেশাগত উন্নয়ন, আইনি সহায়তা ও অধিকার সুরক্ষা, সহযোগিতা ও যোগাযোগের উন্নতি, কল্যাণমূলক উদ্যোগ এবং পরিবেশবান্ধব কাজের পদ্ধতি।