আবারও নিপুণ-নওশাবা: এবার সেন্সর বোর্ডে

একই দিনে পর পর দুই সরকারি প্রজ্ঞাপনে ঠাঁই পেয়েছেন নির্মাতা আশফাক নিপুণ ও অভিনেত্রী নওশাবা আহমেদ! অনেকের মতে এটা বিস্ময়কর বটে। যদিও কেউ কেউ মনে করছেন, এটি তাদের কর্মফল।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে দু’জনের নাম মিলেছে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য হিসেবে। বিকালে প্রকাশিত প্রজ্ঞাপনে একই নাম স্থান পেলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড-এর নতুন কমিটিতে।

প্রজ্ঞাপনটি জারি করেছে একই মন্ত্রণালয়, অর্থাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র সেন্সর বোর্ডে ১৫ সদস্যের মধ্যে আরও আছেন নির্মাতা, গবেষক ও অধ্যাপক ড. জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, মোহাম্মদ নাজিম উদ্দিন (বিশিষ্ট লেখক) ও রফিকুল আনোয়ার রাসেল (প্রযোজক ও পরিচালক)। 

এছাড়াও রয়েছেন মন্ত্রণালয়টির সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

এ প্রসঙ্গে কাজী নওশাবা আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি বোঝার চেষ্টা করছি। বিষয়টি আমার জন্য একেবারেই নতুন। সিনেমাকে ভালোবাসি। এর সঙ্গে আমার প্রেম আছে। এই ক্রান্তিলগ্নে সকলে মিলে কাজ করবো। এখানে বার বার বলছি সকলে মিলে। একসঙ্গে কাজ করলে জয় আসে। যেটা সাম্প্রতিক আন্দোলোনেও আমরা দেখেছি। তো এই ক্রান্তিলগ্নে আমি আসলে বোঝার চেষ্টা করছি।’

আরও:

শিল্পীদের কল্যাণে কাজ করবেন ‘নিগৃহীত’ তিন শিল্পী

দেশ ডেকেছে, মানা করতে পারিনি: নওশাবা