বন্যার্ত শিশুদের জন্য খেলনা সংগ্রহ করছেন নওশাবা

বন্যাকবলিত মানুষ ও জনপদ নিয়ে অসংখ্য মানুষ ও সংগঠন কাজ করে চলেছে। যার মধ্যে বেশিরভাগই খাবার ও অর্থের জোগান দিচ্ছেন। যে বিষয়টি একেবারে অনাদরে রয়েছে, সেটি হলো শিশুদের মানসিক স্বাস্থ্য।

ভয়াল বন্যার সময়ে শিশুদের ভেতরে যে ভয় কিংবা নিরাপত্তাহীনতার জন্ম হয়েছে, সেটি কাটানো খুব জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। না হলে বাচ্চাদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে। মূলত এই বিষয়টিকে মাথায় নিয়েছেন অভিনেত্রী ও পাপেটশিল্পী কাজী নওশাবা আহমেদ।

বন্যাকবলিত এলাকার শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নওশাবার সংগঠন টুগেদার উই ক্যান এবং উৎসর্গ ফাউন্ডেশন যৌথভাবে কাজ করছে। পুরো কাজে ফ্রন্টলাইনে আছেন অভিনেত্রী নওশাবা আহমেদ।

তিনি এই প্রচেষ্টায় সবাইকে যোগ দিতে আহ্বান জানিয়ে বলেছেন, বন্যার্ত শিশুদের জন্য খেলনা সংগ্রহ থেকে বই, খাতা, রঙপেনসিল, স্কুলব্যাগ, জুতা সংগ্রহ চলছে।

নতুন ছবিতে চলছে শিশুদের জন্য সংগ্রহতার ভাষায়, ‘এই আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে সহমর্মিতার সঙ্গে বন্যাদুর্গত শিশুদের পাশে থাকা। নতুন কিংবা যত্নে থাকা অন্যের ব্যবহারযোগ্য যেকোনও পুরনো খেলনাসামগ্রীও তুলে দিতে পারেন আমাদের এই আয়োজনে। শুক্রবার ও শনিবার (৬ ও ৭ সেপ্টেম্বর) এই দুদিন উপহার হিসেবে সংগ্রহ করবো।’

নওশাবা জানান, সরাসরি এসে জমা দেওয়া যাবে বাসা নম্বর-৪৩৫, রোড-২, বায়তুল আমান হাউজিং, আদাবর, শ্যামলীতে (আদাবর থানার পাশের রাস্তা)। যেকোনও প্রয়োজনে ০১৭৯৮-৬২৫২০৯, ০১৭২৫-০২৮৫১৭ এই নাম্বারে ফোন করা যাবে।কাজী নওশাবা আহমেদ/ ছবি: শামছুল হক রিপন