সময়টা দুর্দান্ত যাচ্ছে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র ধারাবাহিক সফলতার রেশ যেন কাটছেই না। সিনেমা ছাপিয়ে এবার রাজস্ব খাতেও নিজেকে শীর্ষে নিয়ে গেলেন বলিউড বাদশাহ। যেখানে তার পেছনে পড়ে গেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন কিংবা ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলির মতো তারকারা।
২০২৪ সালে ভারতীয় তারকাদের কর প্রদানের (ইনকাম ট্যাক্স) তথ্য প্রকাশ করেছে দেশটির রাজস্ব বিভাগ। যাতে দেখা গেছে, ভারতের সব ইন্ডাস্ট্রির তারকা তো বটেই ক্রিকেটারদেরও পেছনে ফেলেছেন কিং খান। তিনি ৯২ কোটি রুপি কর দিয়ে ভারতীয় তারকাদের মধ্যে সর্বোচ্চ করদাতা হয়েছেন এবার।
এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম ফরচুন ইন্ডিয়া।
৮০ কোটি রুপি কর দিয়ে এই তালিকায় শাহরুখ খানের পেছনেই আছেন তামিল অভিনেতা বিজয়। একের পর এক দারুণ সব সিনেমা উপহার দিয়ে ইতোমধ্যে পোক্ত অবস্থান ও ভক্ত মহল তৈরি করেছেন নায়ক। সঙ্গে অর্থ-কড়িও কামিয়েছেন বেশ।
আজই (৫ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিজয়ের নতুন সিনেমা ‘গোট’।
চলতি অর্থবছরে ভারতীয় তারকাদের মধ্যে শীর্ষ করদাতার তালিকায় তিন নম্বরে অবস্থান নিয়েছেন সালমান খান। ৭৫ কোটি রুপি কর দিয়েছেন এই রয়েল ব্যাচেলর।
এদিকে সমান সামন ২৮ কোটি রুপি কর দিয়ে তালিকার ৯ ও ১০ নম্বরে অবস্থান করছেন নায়ক হৃতিক রোশন ও ক্রিকেটের বরপুত্র শচিন টেন্ডুলকার।
সূত্র: বলিউড হাঙ্গামা