‘আলো আসবেই’ কাণ্ড প্রকাশ্যে আসার পর একে একে প্রতিবাদ মুখর হচ্ছেন শিল্পীরা। এরমধ্যে সর্বোচ্চ সমালোচনায় জায়গাটি অর্জন করেছেন অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, তানভীন সুইটিসহ অনেকেই।
তবে ওই গ্রুপে এমন অনেকের নামই মিলছে, যারা ছিলেন প্রায় নীরব দর্শকের ভূমিকায়। সমালোচনার তীর থেকে বাদ পড়ছেন না তারাও। যার মধ্যে অন্যতম অভিনেতা ফজলুর রহমান বাবু।
বিষয়টি নিয়ে অভিনেতা নিজেই কথা বলেছেন। আত্মপক্ষ সমর্থনে বলেছেন, ‘‘হোয়াটসঅ্যাপের ‘আলো আসবেই’ গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা। একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি যতজন খুশি অ্যাড করতে পারেন। অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না। যদি অ্যাডমিন তাকে ডিলিট না করে।’’
বাবু বুঝাতে চাইলেন, তিনি চাইলেও সেই গ্রুপ থেকে লিভ নিতে পারেননি। যদিও হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করেন, তাদের কাছে বিষয়টি যৌক্তিক হওয়ার কথা নয়।
বাবু আরও জানান, ‘গ্রুপে আমি কখনও প্রবেশ করিনি বা কে কি লিখছে আমি যদি ওখানে না দেখি আমি কি করে জানবো ওখানে কী লিখছে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না।’
এদিকে এমন প্রতিক্রিয়ার পর ফজলুর রহমান বাবু বেশ তোপের মুখে পড়েন সোশ্যাল হ্যান্ডেলে। মন্তব্যের ঘরে থাকা বেশিরভাগই এমন, ‘নাটক কম কর পিও।’ আবার কেউ লিখেছেন, ‘আপনি এখনও বাবুই রয়ে গেলেন আর বড় হলেন না।’
‘আরও আসবেই’ গ্রুপটিতে আরও ছিলেন সুবর্ণা মুস্তাফা, সোহানা সাবা, বিজরী বরকতুল্লাহ, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, রওনক হাসান, মাসুদ পথিক, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, উর্মিলা কর, মামুনুর রশিদ, সাজু খাদেম, হৃদি হক, আশরাফ কবীর, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জুয়েল মাহমুদ, জায়েদ খান, ঝুনা চৌধুরী, লিয়াকত আলী লাকি, সৈয়দ আওলাদ, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, গুলজার, এসএ হক অলীক, লিমন আহমেদ প্রমুখ।
আরও:
‘আলো আসবেই’ কাণ্ড: অরুণাকে ‘থু...’ বললেন পরী