শিউলি আর মালা, দুই বোন। মফস্বল শহরে তাদের জন্ম ও বেড়ে ওঠা। বাবা তমিজউদ্দিনকে সবাই চেনে একজন গুণী শিল্পী হিসেবে। এক বছর হলো প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আছেন। শিউলি মাস্টার্স শেষ করতে পারেনি, তার আগেই সংসার চালাতে নেমে গেছেন টিউশনিতে। তবে মালা যথেষ্ট মেধাবী হওয়ায় সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় মেধাবৃত্তি নিয়ে।
এমনই এক ছিমছাম টানাপড়েনের সংসারের গল্প নিয়ে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘শিউলি মালা’। যেখানে মূলত দুই বোনের স্ট্রাগলের গল্প উঠে আসবে।
খলিল জিবরানের রচনায় এটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও কেয়া পায়েল।