মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার নজির সৃষ্টি করে চলেছেন ছোট পর্দার তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি। ২০২২ সালে সিলেটে বন্যার্তদের জন্য দিনরাত খেটেছেন। এবার তিনি একই কাজ করছেন ফেনী-চট্টগ্রাম-কুমিল্লায় দুর্গতদের জন্য।
২৪ ও ২৫ আগস্ট মাহি ২০ সদস্যের দল নিয়ে ফেনীতে অবস্থান করেন। সেখানে সাধ্যমতো দুটি বোটের মাধ্যমে ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। ২৫ আগস্ট বিকাল নাগাদ ত্রাণ শেষ হলে ২৬ আগস্ট ফিরে আসেন ঢাকায়।
আজ আবার ত্রাণ ও অর্থ নিয়ে ছুটে যাওয়ার কথা জানিয়েছেন কুমিল্লায়। শুধু নিজেরাই এই ত্রাণ তহবিল তৈরি করছেন তা নয়, পাশাপাশি অন্যদের কাছ থেকেও খাবার ও অর্থ সহায়তা সংগ্রহের চেষ্টা করছেন মাহি ও তার দল।
বলা দরকার, ভয়াবহ বন্যা ও ঢলে ডুবে গেছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলো। পানিবন্দি হয়ে আছে অসংখ্য মানুষ ও পশু। যাদের পাশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাঁড়াচ্ছেন। বাদ যাচ্ছেন না শিল্পী-নির্মাতা-প্রযোজকরাও।