কলকাতায় ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার প্রতিবাদে পুরো পশ্চিমবঙ্গ টালমাটাল। সাধারণ মানুষের হয়ে মুম্বাই থেকে গলা ফাটালেন আলিয়া ভাটও। তিনি যেন ভাবতেও পারছেন না এমন একটা ঘটনা আজও ঘটতে পারে। অভিনেত্রী হতবাক এই ঘটনায়, তিনি মনে করেন নির্ভয়া কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের এক ক্ষমাহীন অপরাধের সাক্ষী থাকলো গোটা দেশ।
আলিয়া বলছেন, ‘আবার একটা নৃশংস ধর্ষণ! আবার প্রমাণিত হলো, মেয়েরা কোথাও আজও সুরক্ষিত না। আবার আমাদের মনে করিয়ে দেওয়া হলো, নির্ভয়া কাণ্ডের প্রায় এক যুগ পরেও, কিচ্ছু পাল্টায়নি। আমাদের মেয়েদের কী ভাবা উচিত বলুন? কাজের জায়গায় আমরা যেতে পারব না সুরক্ষিতভাবে? মাথায় ঘুরবে কী আমাদের বলুন তো? ভয়ঙ্কর এই ঘটনা আবারও প্রমাণ করল, মেয়েদের নিজেদের সুরক্ষার দায়ভার তাদের নিজেদের।’
মেয়েদের রাস্তা বদলাতে বলবেন না, অভিনেত্রীর দাবি এমনই। তার সঙ্গে তিনি এও জানিয়েছেন, মেয়েরা সবসময় দারুণ কিছু দাবি রাখে, তাদের দাবানোর চেষ্টা করবেন না।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস