৫ বছর পর সম্প্রচারে অপূর্ব-মমর নাটক!

এই থতমত সময়ে চমকে ওঠার মতো খবর এটি। টিভি ধারাবাহিকে জিয়াউল ফারুক অপূর্ব! কারণ শেষ কবে তিনি কোন ধারাবাহিকে অভিনয় করেছেন, সেটি অভিনেতা নিজেও এখন মনে করতে পারছেন না।

ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন বটে, তবে সাম্প্রতিক সময়ে সিঙ্গেল নাটকও কমিয়ে দিয়েছেন ওটিটি নিয়ে ব্যস্ত এই অভিনেতা। তবে এমন পরিস্থিতিতে নতুন ধারাবাহিক নাটক নিয়ে টিভি পর্দায় সত্যি সত্যিই হাজির হচ্ছেন অপূর্ব।

নাটকটির নাম ‘নীল ঘূর্ণি’। প্রচার শুরু হচ্ছে আজ (১৪ আগস্ট)। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় এটি প্রচার হবে আরটিভিতে।

তবে এখানেও কিন্তু আছে। অপূর্ব জানান, ‘এই নাটকটির কাজ করেছিলাম অন্তত বছর পাঁচেক আগে। সেটা গল্প ও চরিত্র পছন্দ হওয়ার কারণেই করেছি। তবে সেটি যে শেষ পর্যন্ত সম্প্রচারে আসবে, এতটা ভাবিনি।’

পাঁচ বছর আগে অপূর্ব ও মমকে জুটি করে ধারাবাহিকটি নির্মাণ করেছেন সৈয়দ শাকিল।

গল্পে দেখা যাবে, আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত ডন বাদল। সম্প্রতি সে তার পার্টনার আয়ানকে খুন করে বিশ্বাসঘাতকতার দায়ে। তাকে একদিকে খুঁজছে আয়ানের লোক, অন্যদিকে খুঁজছে পুলিশ। এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।

অপূর্ব জানান, এটির পর তিনি আর কোনও ধারাবাহিক নাটকে অভিনয় করেননি।

মম ও অপূর্বএদিকে মমকেও অনেক দিন দেখা যায় না টিভি ধারাবাহিকে। তিনিও ব্যস্ত ওটিটি ও একক নাটকে। এই নাটক সম্প্রচারের খবর পেয়ে মম বলেন, ‘অবশেষে নাটকটি প্রচারের মুখ দেখছে! বিষয়টি জেনে ভালো লাগছে। এটি আমার অনেক পছন্দের একটি কাজ। কারণবশত এতদিন এটি প্রচার করা হয়নি। এবার প্রচার হবে। একটি ভিন্ন চরিত্রে আমাকে দেখবেন দর্শক। কাজটি অনেক আগের হলেও নতুনের মতোই লাগবে।’

শফিকুর রহমান শান্তনুর রচনায় নির্মিত ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, অ্যানি খান, অ্যামেলি হক, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।

এদিকে নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘অপূর্ব, মমসহ আরও যারা এই ধারাবাহিকে অভিনয় করেছেন, প্রত্যেকেই তাদের চরিত্রে যত্নশীল ছিলেন। আমার বিশ্বাস, ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে।’

যদিও দীর্ঘ ৫ বছর কেন আটকে ছিল ধারাবাহিকটি, সে বিষয়ে স্পষ্ট কোনও বক্তব্য মেলেনি কারও পক্ষে।