সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের মধ্যে ফ্রন্ট লাইনে আছেন হিনা খান। সেটা মানবিক কারণেই। স্তন ক্যানসারে আক্রান্ত জম্মু-কাশ্মীরের এই লাস্যময়ী। এরমধ্যে চিকিৎসা শুরু করেছেন। চলছে কেমো থেরাপি। সেসবের নিয়মিত আপডেটও দিচ্ছেন অভিনেত্রী।
তবে সেসব ছাপিয়ে এবার তিনি উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশ প্রসঙ্গে। ঠিক বাংলাদেশও বলা যাবে না, তার মূল উৎকণ্ঠা দেশের সনাতন সম্প্রদায় কিংবা সংখ্যালঘুদের নিয়ে।
১১ আগস্ট হিনা লম্বা একটি প্রতিক্রিয়া প্রকাশ করেন সোশ্যাল হ্যান্ডেলে। হিনার ভাষায়, ‘যে কোনও নিরীহ মানুষের মৃত্যুই আসলে মানবতার মৃত্যু। যে কোনও ধর্ম, জাতি ও দেশের জন্যই এটা প্রযোজ্য। কোনও সম্প্রদায়কেই যেন এই সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়। যেটা ভুল, সেটাকে ভুলই বলব।’
হিনা মনে করেন, যে কোনও দেশেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া একটি মৌলিক বিষয়। তিনি আরও বলেন, ‘সারা বিশ্বে যে সমস্ত মানুষ অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্যই আমি সমব্যথী। আমি মানবতাকেই সবার আগে রাখি। প্রার্থনা করুন, বাংলাদেশে হিন্দু-সহ অন্য সংখ্যালঘুরা যাতে নিরাপদে থাকেন। মানবিকতা বজায় রাখুন।’
Every innocent death is the death of Humanity no matter what country caste or religion.
— Hina Khan (@eyehinakhan) August 11, 2024
No community should go through such Horrific acts, what’s wrong is wrong. Preservation of Minorities of any country is the symbol of there collective communities nature.
My heart goes out…
এদিকে হিনার আগেই বলিউড নায়িকা ও সাংসদ কঙ্গনা রনৌত আওয়াজ তুলেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক উত্থান আসলে হিন্দুদের ওপর সহিংসতা বৃদ্ধির পরিণাম।’ তিনি দাবি করেন, বাংলাদেশে যা ঘটছে তা আসলে সব ইসলামি প্রজাতন্ত্রেরই বৈশিষ্ট্য, যেখানে সব সময় অন্য ধর্মকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়!
কঙ্গনার ভাষায়, ‘মুসলিম দেশে কেউই নিরাপদ নন, এমনকি মুসলমানরাও নয়। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও ব্রিটেনে যা ঘটছে তা দুর্ভাগ্যজনক। আমরা ভাগ্যবান যে রামরাজ্যে বাস করছি।’
শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে কঙ্গনা বলেন, ‘ভারত আমাদের চারপাশের সমস্ত ইসলামিক প্রজাতন্ত্রের আদি মাতৃভূমি। আমরা সম্মানিত এবং খুশি যে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ভারতে নিরাপদ বোধ করেন। কিন্তু যারা ভারতে থাকেন এবং জিজ্ঞাসা করেন কেন হিন্দু রাষ্ট্র? কেন রামরাজ্য? তাদের বলি, এখানেই এর কারণ স্পষ্ট!’
সূত্র: ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস