শুধু সরকারদলীয় রাজনীতিকরাই নন, মাঠ ছেড়ে আত্মগোপনে গেছেন প্রায় সব পুলিশ সদস্য। দুপক্ষই আত্মরক্ষার জন্য এমনটা করছেন। এর মধ্যে রাজনীতিকদের বিকল্প বের করা হয়েছে বটে কিন্তু পুলিশের বিকল্প?
এটা ঠিক, থানার দায়িত্ব আনসার বাহিনীকে দেওয়া হয়েছে আপাতত। অন্যদিকে ট্রাফিকের দায়িত্ব হাতে তুলে নিয়ে প্রশংসা কুড়াচ্ছে শিক্ষার্থীরা। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এগুলো সমাধান নয়। পুলিশ বাহিনীকেই আইনশৃঙ্খলার দায়িত্বে ফিরতে হবে দ্রুত। তাছাড়া চারপাশে চলছে চরম বিশৃঙ্খলা।
মূলত এই বিশৃঙ্খলার বিষয়টিই তুলে ধরলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমর্থক তারকা নুসরাত ইমরোজ তিশা। যদিও তিনি সর্বশেষ প্রশংসা কুড়িয়েছেন ‘মুজিব’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করে।
যার জন্য প্রাথমিকভাবে প্রয়োজন পুলিশকে তার কাজে ফেরানো, মনে করছেন তিশার ভক্তরা। অনেকে তিশার পোস্টে প্রস্তাব করেন পুলিশের পোশাক পরিবর্তনের। যুক্তি, পুলিশের ওই পোশাকে অনেক ছাত্রের রক্ত লেগে আছে।
তিশার এক ফলোয়ার লিখেছেন, ‘বাংলাদেশের পুলিশের পোশাক যেন পরিবর্তন করা হয়। পুলিশের এই পোশাকে দেশের অনেক মেধাবী ছাত্রের রক্তের দাগ লেগে আছে। এই পোশাককে অনেকে ঘৃণার চোখে দেখে।’
বলা দরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবিতে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা।