বলিউডের এখন সবচেয়ে আলোচিত নাম তৃপ্তি দিমরি। এক ‘অ্যানিম্যাল’ দিয়ে যেন তাক লাগালেন। রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। যদিও সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবি করার আগেই তিনি করে ফেলেছিলেন ‘বুলবুল’ বা ‘কলা’র মতো কাজ। কিন্তু তাতে খুব একটা নজর কাড়তে পারেননি তৃপ্তি।
অবশেষে ‘অ্যানিম্যাল’-এ রণবীর কাপুরের সঙ্গে তার শয্যাদৃশ্য যেন আগুন ধরিয়ে দিলো পর্দায়। পাশাপাশি, রণবীরের জুতো চাটতে বলার দৃশ্যও বিতর্কের অবতারণা করেছিল।
নতুন প্রশ্ন উঠেছে, ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েল-এ-ও কি কাজ করতে যাচ্ছেন তৃপ্তি? কারণ ছবিটির নায়ক-নায়িকা মূলত রণবীর ও রাশমিকা। কিন্তু, ফাঁকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তৃপ্তি! সেই গুরুত্বকে কৌশলের সঙ্গে ব্যবহার করে সীমিত পরিসরেই নিজের অভিনয় ক্ষমতা দেখিয়েছেন অভিনেত্রী।
‘অ্যানিম্যাল’ ছবির গোটা দলের সঙ্গে কাজ করে কেমন লেগেছে, এ বিষয়ে তৃপ্তি বলেছেন, ‘দারুণ অভিজ্ঞতা।’ তবে ছবি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাকেও কাজের অবিচ্ছেদ্য অঙ্গ বলেই উল্লেখ করেছেন তিনি।