সিয়ামের সিনেমায় যুক্ত হলেন প্রার্থনা ফারদিন দীঘি। কথা ছিল দুজনকে এক ফ্রেমে দর্শকরা দেখতে পারবেন গত ঈদে, ‘জংলি’ নামের সিনেমাতে। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি পিছিয়ে পড়ে ঈদ মিছিলে। নির্মাতা এম রাহিম জানান, যথাসময়ে পুরো শুটিং শেষ করতে পারছেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, ঈদের আগেই ছবির সিংহভাগ শুটিং শেষ করেছে টিম ‘জংলি’। বাকি অংশের শুটিং শুরু করেছেন ঈদের পর। যেখানে দীঘির একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ হয়েছে। তার চেয়ে বড় খবর হলো, চলমান কোটা সংস্কারকে ঘিরে যে সহিংসতা চলছে গত ১৬ জুলাই থেকে, ঠিক তার আগেই দীঘি ঘরে ফিরেছেন ‘জংলি’র ইউনিট থেকে।
দীঘি মনে করেন, আন্দোলন বা কারফিউয়ের আগে যদি কাজটির শুটিং শেষ না করতে পারতেন তাহলে ফের ছবিটি আটকে যেতো লম্বা সময়ের জন্য। তরুণ নায়িকা জানান, আগামী দুই মাসের মধ্যেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজকদের। যদি দেশের অস্থিতিশীল পরিস্থিতির উন্নতি হয়।
দীঘির পক্ষ থেকে সাম্প্রতিক আরেকটি ভালো খবর হলো ‘থার্টিসিক্স টোয়েন্টিফোর থার্টিসিক্স’। এটি একটি ওয়েব ফিল্ম। যা জুলাই মাসেই মুক্তির কথা শোনা যাচ্ছিল চরকিতে। কোটা সংস্কার আন্দোলনের রেশ ধরে সেটি মুক্তির তারিখ পেছানো হয়েছে। অনুমান করা হচ্ছে, এই ছবিটি মুক্তি পেলে দীঘির স্থির জলে খানিক ঢেউ উঠবে!