আমি নিশ্চিত মুক্তিযোদ্ধারাও এখন বিব্রত: শবনম ফারিয়া

সমাজে ঠোঁটকাটা হিসেবে বেশ পরিচিতি রয়েছে অভিনেত্রী শবনম ফারিয়ার। এ জন্য তাকে মূল্যও দিতে হয়েছে বহুবার। তবে সাম্প্রতিক সময়ে কর্পোরেট জবে ঢুকে খানিকটা থিতু হয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। নিজের ছবি প্রকাশের বাইরে খুব বেশি আলাপে জড়ান না। ফলে চলমান আন্দোলন নিয়েও যথারীতি চুপচাপ ছিলেন শবনম।

কিন্তু আর নিজেকে আটকে রাখতে পারলেন না। ১৮ জুলাই যখন আরও মৃত্যুর খবর তার কানে গেলো, খুলে দিলেন মুখের আগল। সবার কাছে চাইলেন ক্ষমা। বললেন, ‘আমি ক্ষমাপ্রার্থী! গত ৪ দিন আমি ২/৪টা স্টোরি দেয়া ছাড়া কোনও কিছু লেখার সাহস পাচ্ছিলাম না! আমি ভীতু, আমাকে গালি দেন। গালির জবাবে কিছু বলার মুখ আমার নাই।’

এরপর নিজের ব্যক্তিগত জীবনের সীমাবদ্ধতার কথাও তুলে ধরলেন ‘দেবী’ অভিনেত্রী। বললেন, ‘বাবা নাই, মায়ের বয়স ৭০ প্রায়, আমাকে নিয়ে আমার মা আর দুই বোনের কম পোহানি পোহাতে হয় নাই। নতুন করে আমাকে নিয়ে কোনও ঝামেলায় তারা পড়ুক, আমি চাই না! আমি চুপ থাকাই বেস্ট অপশন ভেবে ঘরে বসে আছি। মেয়ে মানুষ, তার ওপর মিডিয়াতে কাজ করতাম, আমাকে গালি দেয়া কিংবা খারাপ কথা বলার তো লাইসেন্সই আছে।’

এত সীমাবদ্ধতার পরেও আজ (১৮ জুলাই) সন্ধ্যায় যেন মনের ভেতরে জমা চাপা যন্ত্রণা ঢেলে দিলেন সোশ্যাল হ্যান্ডেলে। সংহতি প্রকাশ করলেন শিক্ষার্থীদের সঙ্গে। ক্ষোভ প্রকাশে করছেন হত্যাকাণ্ডের। বললেন, ‘আজকে চুপ থাকা বেশ কঠিন হয়ে যাচ্ছে, নিজের কাছে নিজের ছোট লাগছে, নিজেকে বড় বেশি মেরুদণ্ডহীন মনে হচ্ছে। আজকে আমার নিজের ইউনিভার্সিটির ছোট ভাইয়েরা মারা গেছে! ভাই বিশ্বাস করেন, আইইউবি’র স্টুডেন্টরা আমরা আসলেই ফার্মের মুরগি, আমরা ক্যাম্পাসে ৩০ টাকা দিয়ে শিঙ্গাড়া খাই, তাও প্রতিবাদ করি না যে এত দাম কেন? এরা সরকারি চাকরি কেউ করবে না! ওরা রাস্তায় দেশের জন্য নামসে! অন্য ভাইদের জন্য নামসে। ভ্রাতৃত্ব, ইন্সটিটিউটসনাল প্রাইডের ঊর্ধ্বে।’

শবনম ফারিয়ার সরাসরি প্রশ্ন জাতির প্রতি, ‘তাই বলে আমাদের ছোট ভাইগুলোকে মেরে ফেলবে? কেউ কোনও কিছুর দাবি করতে পারবে না? মেরে ফেলা লাগবে? মেরে ফেলা সমস্যার সমাধান? মানুষের জীবনের কোনও দাম নাই? ভাই আমি আসলেই রাজনীতি বুঝি না, বুঝতেও চাই না। আমি শুধু বুঝতে চাই আমার ছোট ভাইগুলোকে কেন মারা হইলো? আমি এর জবাব চাই! আমি এর বিচার চাই।’

শবনম ফারিয়া বিশ্বাস করেন দেশের এমন হত্যাকাণ্ড দেখে জীবিত মুক্তিযোদ্ধারাও বিব্রত এখন। কারণ, তাদের কোটা সম্মান জানাতেই আজ দেশের এই হাল। ফারিয়া বলেন, ‘তাদের (মুক্তিযোদ্ধা) সম্মান জানাতে গিয়ে এই ধরনের বর্বরতা! এইটা কেমন সম্মানরে ভাই? 
এতোগুলো বাচ্চাকে জাস্ট মেরে ফেললো? আর কোন সমাধান ছিল না? মেরে ফেলা লাগবে, ওরা এত বড় সন্ত্রাসী ছিল?’

বলা দরকার, প্রচুর নাটকে প্রশংসা কুড়িয়ে ‘দেবী’ সিনেমায় অভিনয় করে ভালোই জনপ্রিয়তা ঘরে তোলেন শবনম ফারিয়া। যদিও সাম্প্রতিক সময়ে তিনি কাজ কমিয়েছেন।