তাসনিয়া ফারিণকে বলা হয় সর্বশেষে সর্বোচ্চ সৌভাগ্যবান ঢাকাই অভিনেত্রী। যদিও তিনি হুবহু কথাটি মানতে নারাজ। তার ভাষ্যে, ভাগ্যটা নির্ধারণ হয় যোগ্যতা, কর্মে, সততা ও শ্রমে। যেটির সমন্বয় করার চেষ্টা তিনি ডে-ওয়ান থেকে করে এসেছেন। সেই সুবাদে দেশের টিভি আর ওটিটি জয় করে এর মধ্যে অভিষিক্ত হলেন সিনেমাতেও।
ভাগ্য দেখুন, যার শুরুটাই হলো টলিউড দিয়ে! গত বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ছবিটির নাম ‘আরও এক পৃথিবী’। অতনু ঘোষ নির্মিত ছবিটি দিয়ে ফারিণ দারুণ প্রশংসা কুড়িয়েছেন।
মূলত তখনই (গত বছর সেপ্টেম্বর) ফারিণকে ঘিরে আরও একটি সিনেমার ঘোষণা আসে টলিউড থেকে। নাম ‘পাত্রী চাই’। যেটি নির্মাণ করবেন বলিউডের অন্যতম সাম্প্রতিক হিট ‘লাপাতা লেডিস’-এর চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী।
এরপর প্রায় এক বছর হতে চললো, ছবিটির আর কোনও আপডেট মিলছিল না অভিনেত্রী তরফে।
১২ জুলাই ঢাকায় বাংলা ট্রিবিউন দফতরে হাজির আমির খানের ‘লাপাতা লেডিস’ তথা ফারিণের ‘পাত্রী চাই’ সিনেমার চিত্রনাট্যকার ও নির্মাতা বিপ্লব গোস্বামী। ঢাকাই অভিনেত্রী তাসনিয়া ফারিণের ‘পাত্রী চাই’ প্রসঙ্গে দিলেন চমকপ্রদ তথ্য।
‘মামানামা-আউট অব দ্য বক্স’-এর সেটে সঞ্চালক-সাংবাদিক মাহমুদ মানজুরের মুখোমুখি বসে
বিপ্লব জানান, ‘পাত্রী চাই’ ছবিটি বাংলায় আর হচ্ছে না। তবে হচ্ছে, হিন্দিতে! ছবিটির চিত্রনাট্য এখন রয়েছে বম্বেতে। দ্রুত ছবিটি সম্পর্কে ঘোষণা আসছে।
‘পাত্রী চাই’ ছবিতে তাসনিয়া ফারিণকে সংযোগ ঘটানো প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘‘বাংলাদেশের অনেকের কাজ দেখি। অনেকের কাজে মুগ্ধ। যার মধ্যে ফারিণ অন্যতম। ‘লাপাতা লেডিস’ লেখার পর কাছাকাছি সময়ে আমি আরেকটা স্ক্রিপ্ট লিখি। সেটি হলো ‘পাত্রী চাই’। পরিকল্পনা ছিল নিজেই বানাবো দুটো ছবি। কিন্তু এর মধ্যে ‘লাপাতা লেডিস’ নিয়ে গেলেন আমির খান-জি। সেজন্য ‘পাত্রী চাই’ নিজেই বানাবো বলে মনস্থির করেছি। সব ঠিকঠাক। প্রডিউসারও চূড়ান্ত। বাংলাদেশ থেকে ফারিণকে নেবো বলেও ভাবছি। তখনও ‘লাপাতা লেডিস’ মুক্তি পায়নি।’’
বিপ্লবের প্রতি প্রশ্ন ছিল, ‘লাপাতা লেডিস’ চিত্রনাট্যকার প্রযোজকহীনতায় ভুগছেন; এটা তো ভাবা যায় না। জবাবে বিপ্লব বললেন, ‘‘তখনও ছবিটি রিলিজ হয়নি। হলে হয়তো ক্রাইসিস হতো না। এবং সত্যি সত্যি ‘লাপাতা’ রিলিজের পর ঘটনাটা অন্যদিকেই গড়ালো। বাংলায় ফেল মেরে ঘটনা চক্রে ‘পাত্রী চাই’-এর স্ক্রিপ্ট হিন্দি সিনেমা হিসেবে পিছ করি। আশা করছি এটি এখন হিন্দি সিনেমা হিসেবে বম্বে থেকে হচ্ছে। আমিই নির্মাণ করছি। এটুকু মোটামুটি ফাইনাল।’’
তার মানে তাসনিয়া ফারিণের অভিষেক হচ্ছে বলিউডেও!
জনি হকের প্রযোজনায় ‘মামানামা-আউট অব দ্য বক্স’-এর এবারের পর্বে বিপ্লব গোস্বামী আরও জানিয়েছেন ‘লাপাতা লেডিস’ নির্মাণের অসাধারণ সব অজানা গল্প। যেগুলো তিনি এর আগে এতটা প্রকাশ করেননি। ১৩ জুলাই সন্ধ্যায় প্রকাশিত পুরো অনুষ্ঠানটি দেখা যাবে বাংলা ট্রিবিউন-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।