৫২ বছরের চলচ্চিত্র জীবনের গল্প শোনাবেন আলমগীর 

চলচ্চিত্রের চিরসবুজ নায়ক আলমগীর। অভিনেতাই নন, যিনি একাধারে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও  ব্যবসায়ী। ৫২ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে আছে যার অনেক অজানা গল্প। সেইসব গল্পের ঝাঁপি খুলে বসবেন এবার।

সাংবাদিক-সঞ্চালক আবদুর রহমান-এর সঙ্গে তার বর্ণাঢ্য চলচ্চিত্র জীবনের নানান গল্প উঠে আসবে  ‘আলমগীর একজনই’ নামের অনুষ্ঠানে। আবদুর রহমান-এর পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে শুক্রবার (২৮ জুন) রাত ৭টা ৫০ মিনিটে।

মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘আমার জন্মভূমি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়ক আলমগীরের। ১৯৭৩ সালের ২৪ অক্টোবর সিনেমাটি মুক্তি পায়। ১৯৫০ সালের ৩ এপ্রিল কিংবদন্তীতুল্য গুণী এ অভিনেতা জন্মগ্রহণ করেন। বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম প্রযোজক।

১৯৮৫ সালে ‘মা ও ছেলে’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এ নায়ক। বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে ৯বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আজীবন সম্মাননা পদক পাবার রেকর্ড নায়ক আলমগীরেরই রয়েছে।

পরিচালক হিসেবেও পরিচিত তিনি। ১৯৮৬ সালে তিনি প্রথম ‘নিষ্পাপ’ নামের একটি সিনেমা নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার পরিচালনায় সর্বশেষ সিনেমা হচ্ছে ‘একটি সিনেমার গল্প’।