‘কল্পনা চাকমার আর কোনও পেলে কি খবর...’

কল্পনা চাকমা ছিলেন মানবাধিকারকর্মী এবং হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক। ১৯৯৬ সালের ১২ জুন তিনি নিজ বাড়ি থেকে পরিবারের সদস্যদের সামনে অপহৃত হন। দীর্ঘ ২৮ বছর পর চলতি বছরের ২৩ এপ্রিল রাঙ্গামাটির আদালত অপহরণের মামলাটি খারিজ করে দেয়।

এটিকে বিচারব্যবস্থার প্রতি প্রচণ্ড আঘাত এবং সুবিচার প্রত্যাশী মানুষদের প্রতি চরম অপমান হিসেবে দেখছেন সংগীতশিল্পী সায়ান। তাই তো এমন রায়ের পর অনবদ্য এক প্রতিবাদের গান বেঁধে ফেললেন শিল্পী। কথা-সুরে জানতে চাইলেন, ‘কল্পনা চাকমার আর কোনও পেলে কি খবর...?’ 

গানটির নাম দিলেন, ‘এটা কল্পনা চাকমার গান’। যে গানের ভেতর দিয়ে তিনি যেমন প্রকাশ্যে গুম হওয়া কল্পনার কথা মনে করিয়ে দিলেন নাগরিক শ্রোতাদের, তেমনি তুলে ধরলেন পাহাড়ি জীবনের কষ্টগাঁথা। স্পষ্ট বললেন, ‘তার শোকে কাঁদলো না, সমতলে বাঙালির চোখ।’

ফারজানা ওয়াহিদ সায়ানসায়ানের কথা, সুর ও কণ্ঠে সাড়ে ৭ মিনিট দৈর্ঘ্যের এই বিশেষ গানটির সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। আর লিরিক ভিডিওর জন্য নান্দনিক ভিজ্যুয়াল আর্ট তৈরি করেছেন তুফান চাকমা। গানটি উন্মুক্ত হয়েছে ১০ জুন সায়ানের ইউটিউব চ্যানেলে।

গানটি তৈরি প্রসঙ্গে সায়ানের বক্তব্য গানেই স্পষ্ট। আলাদা করে এটুকুও জানালেন, ‘যারা কল্পনা চাকমা ও তার পরিবারকে কিংবা দেশের মানুষকে ন্যায়বিচার দিতে পারলেন না কিংবা যারা অপরাধীর সুরক্ষা দিয়েছেন কোনও না কোনও ভাবে, সেই সকল মানুষদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধিক্কার ও ঘেন্না। আমি মনে করি, কল্পনা চাকমাকে গুম করা গেলেও, তার সাহসী প্রাণের স্পর্ধা ও শক্তিকে গুম করা যায়নি।’