টিজারেই আভাস মিলেছিল, কমার্শিয়াল সিনেমার মসলাদার গান হতে যাচ্ছে এটি। হলোও তাই। মঙ্গলবার (২৮ মে) বিকালে যখন পুরো গানটি অন্তর্জালে উন্মুক্ত করা হলো, তাতে দর্শকের প্রতিক্রিয়া অন্তত এমনই দেখা যাচ্ছে।
বলা হচ্ছে আলোচিত সিনেমা ‘তুফান’র প্রথম গান ‘লাগে উরাধুরা’র কথা। আগেই জানা গেছে, এটি গেয়েছেন হালের মিউজিক সেনসেশন প্রীতম হাসান। গানের দৃশ্যে প্রথমবারের মতো ড্যান্স-রসায়নে মজেছেন শাকিব খান ও কলকাতার মিমি চক্রবর্তী। তবে চমক হিসেবে হাজির হয়েছেন গায়ক প্রীতমও। জমকালো সেটে ধারণ করা এই ভিডিওতে শাকিব-মিমির সঙ্গে নেচেছেন তিনিও।
এখানেই শেষ নয়। গান যখন শেষ, তখন আরও এক চমক পাওয়া গেলো ভিডিওতে। খোদ নির্মাতাই উপস্থিত হলেন পর্দায়। পরিপাটি পোশাকে স্টেজে দাঁড়িয়ে বললেন, ‘ওকে, কাট’। অর্থাৎ নির্মাতাসুলভ নির্দেশনা দিয়ে গানটি শেষ করলেন তিনি।
এদিকে আজ ২৮ মে ঢাকাই সিনেমায় শাকিব খানের ২৫ বছর পূর্ণ হয়েছে। ১৯৯৯ সালের এই দিনেই ‘অনন্ত ভালোবাসা’ ছবি দিয়ে তার অভিষেক হয়েছিল পর্দায়। ক্যারিয়ারের রজতজয়ন্তীতে ভক্তদের জন্য যেন উপহার হিসেবেই গানটি নিয়ে এসেছেন তিনি।
বড় বাজেটে নির্মিত ‘তুফান’-এ শাকিবের নায়িকা দুজন—মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী। এছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরের মতো দাপুটে অভিনেতা। ঢাকার আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসভিএফ।
গানের লিংক: