কান উৎসব ২০২৪

স্পেশাল জুরি প্রাইজ পেলেন ইরানের নির্বাসিত পরিচালক 

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে স্পেশাল জুরি প্রাইজ পেলেন ইরানের নির্বাসিত পরিচালক মোহাম্মদ রাসুলফ। ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ চলচ্চিত্রের সুবাদে এই স্বীকৃতি পেলেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন ফরাসি অভিনেত্রী-পরিচালক মেলানি লরোঁ।

শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া উৎসবের সমাপনী আয়োজনে স্পেশাল জুরি প্রাইজ জয়ীর নাম ঘোষণা করেন বিচারক লেবানিজ পরিচালক নাদিন লাবাকি। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে চলছে এই আয়োজন।