নতুন সপ্তাহ উপলক্ষে শুক্রবার (২৪ মে) দেশের প্রেক্ষাগৃহে নতুন দুটি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’ ও সফিকুল আলম পরিচালিত ‘সুস্বাগতম’। যদিও মুক্তির প্রাক্কালে ছবিগুলো নিয়ে উল্লেখযোগ্য প্রচারণা দেখা যায়নি। তাছাড়া পোস্টার-ট্রেলার ইত্যাদি দিয়েও কাড়তে পারেনি দর্শকের নজর। যার ফলে অল্প সংখ্যক হল জুটেছে ছবিগুলোর ঝুলিতে।
‘ফাতিমা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এই ছবির মাধ্যমে দেশের বড় পর্দায় তার অভিষেক হলো। তবে মাত্র ১০টি প্রেক্ষাগৃহ দিয়ে শুরুটা হলো তার।
ফারিণের ছবিটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় (বসুন্ধরা, মহাখালী, মিরপুর ও চট্টগ্রাম), লায়ন সিনেমাস (পুরান ঢাকা), শ্যামলী সিনেমা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট) ও রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ)।
অন্যদিকে ‘সুস্বাগতম’র মুক্তির সঙ্গে দর্শক তো দূর, ছবির নায়ক-নায়িকার সম্পৃক্ততাও নেই! ছবিটি মুক্তি পেলো, অথচ এর নায়ক নিরব কিংবা নায়িকা অর্চিতা স্পর্শিয়া কারও পক্ষ থেকেই কোনও সাড়া-প্রচারণা পাওয়া যায়নি। তাদের অভিযোগ, কোনও প্রচার পরিকল্পনা ছাড়া মাত্র ৫ দিনের ঘোষণায় ছবিটি মুক্তি দিয়েছেন পরিচালক-প্রযোজক।
বিষয়টি নিয়ে অভিমানী সুরে নিরব বলেছেন, ‘কোনও প্রচার-প্রচারণা নেই, পত্র-পত্রিকায় নিউজও নেই। মাত্র পাঁচ দিনের মধ্যে কী করে সম্ভব! প্রচার-প্রচারণা ছাড়া তারকানির্ভর, ভালো মানের ছবিও তো মুখ থুবড়ে পড়ে।’