এক ফ্রেমে গুঞ্জনের ইতি

গত কয়েক মাস ধরে কানাঘুষা চলছিল, বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে ছাড়াছাড়ি হতে যাচ্ছে। এমনকি বচ্চন পরিবার থেকে নাকি বাবার বাড়িতেও চলে গেছেন অ্যাশ। কিন্তু বিষয়টি নিয়ে তাদের পক্ষ থেকে তেমন কোনও প্রতিক্রিয়া বা প্রতিবাদ আসেনি।

অবশেষে অভিষেক নিজেই জবাব দিলেন। না, মুখ ফুটে কিছু বললেন না। কেবল একটি ছবি শেয়ার করলেন। আর তাতেই যেন নিভিয়ে দিলেন গুঞ্জনের যত আগুন।

শনিবার (২০ এপ্রিল) ছিল অভিষেক-ঐশ্বরিয়ার ১৭তম বিবাহবার্ষিকী। এই দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের ঘর আলো করে আছে একমাত্র কন্যা আরাধ্য। তাই কন্যাসহ একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন অভিনেতা। আদর-ভালোবাসায় ভরা সেই ছবির ক্যাপশনে কেবল লাল রঙা হার্ট চিহ্ন দিয়েছেন অভিষেক। যার মাধ্যমে বুঝিয়ে দিলেন, বিচ্ছেদের সুর নয়, এখনও ভালোবাসার বন্ধনেই জুড়ে আছেন তারা। একই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ঐশ্বরিয়াও।

প্রিয় তারকা দম্পতিকে এমন হাসিখুশি দেখে উচ্ছ্বসিত তাদের ভক্তরা। কেউ লিখেছেন, ‘সর্বকালের সবচেয়ে পছন্দের জুটিকে শুভেচ্ছা’, আরেকজন লিখেছেন, ‘তাদেরকে একসঙ্গে দেখে খুবই আনন্দিত’। এছাড়া বলিউড তারকা রিতেশ দেশমুখ মন্তব্যের ঘরে ‘অনেক ভালোবাসা’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন। এশা দেওল, ববি দেওল, সোনু সুদসহ আরও অনেকেই শুভেচ্ছাসমেত হাজির হয়েছেন মন্তব্যের ঘরে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhishek Bachchan (@bachchan)

উল্লেখ্য, অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ২০০০ সালের ছবি ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবির সেটে। এটি তাদের প্রথম জুটিবদ্ধ ছবি। তবে প্রেমের সম্পর্কের সূচনা হয় ২০০৬ সালের ‘উমরাও জান’র শুটিংয়ের সময়। এর এক বছর পরই, অর্থাৎ ২০০৭ সালে তারা বিয়ে করেন।

একদা ভোগ ম্যাগাজিনের সাক্ষাৎকারে ঐশ্বরিয়া সম্পর্কে অভিষেক বলেছিলেন, ‘যে আত্মবিশ্বাস আমার কখনও ছিল না, সেটা ও আমাকে দিয়েছে। আমি মনে করি, অধিকাংশ পুরুষই এটা স্বীকার করবেন। কোনও বিষয়ে আমি দায়িত্বশীল ছিলাম না। কিন্তু বিয়ের পর উপলব্ধি করেছি, এই মানুষটির (ঐশ্বরিয়া) জন্য আমাকে দায়িত্বশীল হতে হবে। তাকে নিরাপদ রাখতে এবং যত্ন করতে হবে।’

অভিষেক-ঐশ্বরিয়াপ্রসঙ্গত, অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র সন্তান আরাধ্যের জন্ম হয় ২০১১ সালে।  

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস