সিনেমার আদলে ইমরানের ঈদ উপহার

ঈদ উৎসব ঘিরে চারদিকে চলছে রকমারি সিনেমার গল্প। সেই ফাঁকে সংগীতশিল্পী পিছিয়ে নেই ইমরানও। ঈদে হাজির হচ্ছে পুরো সিনেমার আদলে তৈরি একটি গানচিত্র নিয়ে।

গানটির নাম ‘ভালোবাসি বলে যাও’। এটি লিখেছেন ‘প্রিয়তমা’, ‘প্রহেলিকা’, ‘রাজকুমার’-খ্যাত সিনেমার গীতিকবি আসিফ ইকবাল। আর তাতে সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। কণ্ঠ দিয়েছেন ইমরানের সঙ্গে মারুফা তৃষা।

গানটির কথার রেশ ধরে হয়েছে সিনেম্যাটিক ভিডিও। সৈকত রেজার নির্মাণে এতে নায়ক ইমরানের বিপরীতে নায়িকারূপে হাজির হচ্ছেন মারিয়া শান্ত।

গানচিত্রটি প্রসঙ্গে ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একদম সুপার সিনেম্যাটিক গান এটি। কথা যেমন, ভিডিওটাও সিনেমার মতো হয়েছে। আশা করছি ঈদে সবার ভালো লাগবে এটি।’

ইমরান জানান, শিগগিরই গানচিত্রটি প্রকাশ পাবে তারই ইউটিউব চ্যানেলে।মারিয়া ও ইমরান