টেলিভিশন দুনিয়ার অন্যতম সম্মানজনক পুরস্কার প্রাইমটাইম এমি। ১৯৪৯ সাল থেকে প্রতি বছর এটি দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস। সোমবার (১৫ জানুয়ারি) রাতে জমকালো আয়োজনে দেওয়া হয়েছে ২০২৩ সালের সেরাদের পুরস্কার।
এবার সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতে নিয়েছে জেসি আর্মস্ট্রং-য়ের ‘সাকসেশন’। এটি ২০১৮ সাল থেকে এইচবিও চ্যানেলে প্রচার হচ্ছে। গেলো বছর সিরিজটির চতুর্থ সিজন প্রচার হয়েছে। আর সেটিই পেয়েছে পুরস্কার।
‘প্রাইমটাইম এমি-২৩’-এ সেরা কমেডি সিরিজ হয়েছে ‘দ্য বিয়ার’। ক্রিস্টোফার স্টোরার নির্মিত সিরিজটি দেখা গেছে মার্কিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু-তে। এবার সেরা লিমিটেড বা অ্যান্থলজি সিরিজের পুরস্কার জিতেছে ‘বিফ’; আর সেরা রিয়্যালিটি কম্পিটিশন প্রোগ্রাম হয়েছে ‘‘রুপল’স ড্রাগ রেস’’।
সেরা ড্রামা সিরিজ: সাকসেশন
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): কিয়েরান চুল্কিন (সাকসেশন)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): সারা স্নুক (সাকসেশন)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): ম্যাথিউ ম্যাকফাডেন (সাকসেশন)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ): জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস)
সেরা কমেডি সিরিজ: দ্য বিয়ার
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): কুইন্টা ব্রুনসন (অ্যাবট এলেমেন্টারি)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
সেরা লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ: বিফ (নেটফ্লিক্স)
সেরা অভিনেত্রী (অ্যান্থলজি সিরিজ): আলি ওং (বিফ)
সেরা অভিনেতা (অ্যান্থলজি সিরিজ): স্টিভেন ইউন (বিফ)
সেরা রচনা (কমেডি সিরিজ): ক্রিস্টোফার স্টোরার (দ্য বিয়ার)
সেরা রচনা (ড্রামা সিরিজ): জেসি আর্মস্ট্রং (সাকসেশন)
সেরা নির্মাতা (ড্রামা সিরজ): মার্ক মাইলড (সাকসেশন)
সেরা নির্মাতা (কমেডি সিরিজ): ক্রিস্টোফার স্টোরার (দ্য বিয়ার)
বিজয়ীদের পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন…
সূত্র: দ্য হলিউড রিপোর্টার