ঢাকাই শোবিজের দুই উজ্জ্বল তরুণ তারকা সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। দুজনের ক্যারিয়ার গ্রাফ একই। নাটক দিয়ে শুরু, এরপর ওটিটি ও সিনেমায় প্রতিষ্ঠা। আলাদাভাবে দুজনেই নিজস্ব ভক্তশ্রেণি তৈরি করতে সক্ষম হয়েছেন। তবে এবার তারা প্রথমবার একসঙ্গে কাজ করলেন, একটি ওয়েব ফিল্মে।
নাম ‘পুনর্মিলনে’। নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। ২০২১ সালে ‘নেটওয়ার্কের বাইরে’ এবং ২০২৩-এ ‘উনিশ২০’ দিয়ে ওটিটিতে নিজের দাপট প্রমাণ করেছেন এই নির্মাতা। এবার কাজিনদের সম্পর্কের নানান বাঁক-মাত্রা, আনন্দ-হাসি, টুকরো অভিমান, কিছু টানাপোড়েন, সংশয় আর দ্বন্দ্বের গল্প তুলে আনলেন পর্দায়। যেটা খুব শিগগিরই মুক্তি পাবে চরকি-তে।
সিয়াম-ফারিণ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।
অন্যদিকে ফারিণের মনেও উপচে পড়ছে আনন্দ-উচ্ছ্বাস। তার ভাষ্য, “পুনর্মিলনে’র গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। সিয়াম ভাইয়ের সঙ্গেও এই প্রথম কাজ করা হলো। আশা করছি ভালো একটা কাজ হতে চলেছে।”