কৌশিক হোসেন তাপসের নেতৃত্বে গানে গানে এবার দেশ মাতাবে ‘তাপস অ্যান্ড ফ্রেন্ডস’। আগামী অক্টোবর ও নভেম্বর মাসে দেশের ৮টি বিভাগে ধারাবাহিকভাবে ৮টি বড় কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘তাপস লাইভ ২০২৩’ শিরোনামের এই কনসার্টের তারিখ ও বিভাগের নাম ঘোষণা হয়েছে এরমধ্যে।
তাপস অ্যান্ড ফ্রেন্ডস-এর প্রধান এবং গানবাংলার অন্যতম কর্ণধার কৌশিক হোসেন তাপস জানান, গানে গানে এই দেশ ট্যুর শুরু হবে সিলেট থেকে। ২৭ অক্টোবর সেখানে অনুষ্ঠিত হবে প্রথম কনসার্ট। এরপর ৩১ অক্টোবর হবে রাজশাহী। নভেম্বরজুড়ে তাপস ও তার বন্ধুরা অংশ নেবেন আরও ৬টি কনসার্টে। এরমধ্যে ৩ নভেম্বর রংপুর, ৭ নভেম্বর ময়মনসিংহ, ১০ নভেম্বর ঢাকা, ১৪ নভেম্বর খুলনা, ১৭ নভেম্বর চট্টগ্রাম এবং ২১ নভেম্বর বরিশাল কনসার্টের মধ্য দিয়ে তাপসের এবারের দেশ ট্যুর শেষ হবে।
এ বিষয়ে কৌশিক হোসেন তাপস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের আট বিভাগে আটটি কনসার্ট করবো, সেটি চূড়ান্ত হয়েছে। নিশ্চয়ই এটা আমাদের জন্য দারুণ আনন্দের বিষয়। খুব শিগগিরই চূড়ান্ত তালিকাসহ কনসার্টের বিস্তারিত জানাবো। এরজন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।’