অভিমানের বরফ গললো অবশেষে। হলো ঢালিউডের সর্বোচ্চ চর্চিত দম্পতি রাজ-পরীর কাঙ্ক্ষিত মিলন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে সোশ্যাল হ্যান্ডেলে মিলেছে তারই জ্বলজ্বলে প্রতিচ্ছবি।
আগের খবর তো সবারই জানা। পরীর ঘর থেকে রাজের বেরিয়ে পড়া। প্রায় তিন মাস যোগাযোগহীনতা। একাই রাজ্যকে নিয়ে পরীর জীবন ও জন্মোৎসব পালন করা। এবং রাজ্যকে নিয়ে একক লড়াইয়ের ঘোষণাপত্র প্রকাশ। সব মিলিয়ে নেটিজেনরা যখন ধরেই নিয়েছিলেন রাজ-পরীর অভিমানের বরফ আর গলছে না, তখনই এমন খবর ভক্তদের জন্য স্বস্তির বৃষ্টি ঝরিয়ে দিলো। অন্তত ছবিগুলোর নিচের কমেন্ট পড়লে তাই মনে হয়।
উল্লেখ্য, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ২০২১ সালের অক্টোবরে ঘর বাঁধেন পরী। এরপর গেলো বছরের ১০ আগস্ট তার কোলজুড়ে আসে রাজ্য।