‘মিশন ইম্পসিবল’র সঙ্গে ‘জাওয়ান’ ঝলক!

‘পাঠান’ দিয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিন্তু এতেই থেমে যাননি। বরং আরও একাধিক বড় চমক গুছিয়ে নিচ্ছেন। যার একটি ‘জাওয়ান’। প্রথমবার দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় কাজ করেছেন কিং অব রোমান্স। নাম ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।

কথা ছিল, ২ জুন মুক্তি পাবে ‘জাওয়ান’। তবে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে নেওয়া হয়েছে সেপ্টেম্বরের ৭ তারিখে। এদিকে ক’দিন ধরেই শোনা যাচ্ছে, শিগগির প্রকাশ্যে আসবে সিনেমাটির ট্রেলার। কিন্তু সেটা কবে? এবার জানা গেলো তা-ই।

আগামী ১২ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে হলিউড তারকা টম ক্রুজের বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি ‘মিশন ইম্পসিবল’র সপ্তম সিনেমা। ‘মিশন ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’ নামের এই সিনেমার সঙ্গেই জুড়ে দেওয়া হবে ‘জাওয়ান’র ট্রেলার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা-প্রযোজকরা।

বলিউড বিশ্লেষকদের মতে, ১২ জুলাই ট্রেলার প্রকাশের পর মুক্তির জন্য দুই মাসের সময় পাবে ‘জাওয়ান’ টিম। ফলে পরিকল্পনামাফিক প্রচারণার কাজও সেরে নিতে পারবেন অনায়াসে।

‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খান থাকছেন দ্বৈত চরিত্রে। ছবিতে আরও থাকছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা, দাপুটে অভিনেতা বিজয় সেথুপতি, অভিনেত্রী প্রিয়ামনি, বলিউডের সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন, থালাপতি বিজয় ও সঞ্জয় দত্ত। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস