‘কান’র পর্দায় ভারতের তিন ছবি

সব প্রস্তুতি সম্পন্ন। আগামী ১৬ মে থেকেই পর্দা উঠছে বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের। ফ্রান্সের কান শহরে প্রতি বছর বসে সিনেমার এই জমকালো আয়োজন। এবার অনুষ্ঠিত হচ্ছে উৎসবটির ৭৬তম আসর। এ আসরে ভারতের তিনটি ছবি দেখানো হবে। এগুলো হলো- ‘কেনেডি’, ‘আগ্রা’ ও ‘ইশানউ’। ছবিগুলো সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক...  

কেনেডি

‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত বলিউডের দাপুটে নির্মাতা অনুরাগ কাশ্যপ। নিজের চেনা ডার্ক থ্রিলার ধাঁচে বানিয়েছেন নতুন ছবি ‘কেনেডি’। এটি কান উৎসবের মিডনাইট স্ক্রিনিংয়ে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। এতে অভিনয় করেছেন সানি লিওনি, রাহুল ভাট ও অভিলাষ থাপ্লিয়াল।

সানি ও তার স্বামী ড্যানিয়েলের সঙ্গে নির্মাতা অনুরাগ কাশ্যপ ও অভিনেতা রাহুল ভাটছবিটি নিয়ে অনুরাগ কাশ্যপ বলেছেন, ‘এটা ওই ধরনের একটি সিনেমা, যেটা আমি বরাবরই বানাতে চেয়েছি। প্যাট্রিক ম্যানচেটের (ফরাসি লেখক) অপরাধমূলক ও কমিক বই এবং জিন-পিয়েরে মেলভিলের (ফরাসি নির্মাতা) সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছি ছবিটি। রাহুল ভাট তার জীবনের ৮ মাস সময় দিয়েছেন, সানি লিওনি চ্যালেঞ্জটা নিয়েছেন, আমি আসলে সবার প্রতিই কৃতজ্ঞ।’

আগ্রা

কান উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইটে দেখানো হবে এই ছবি। কানু বেহল নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন ‘আশিকী’ খ্যাত রাহুল রায়। ছবিটির মাধ্যমে প্রত্যাবর্তন ঘটছে নব্বই দশকের এই তারকার। এছাড়াও আছেন প্রিয়াঙ্কা বোস, মহিত আগারওয়াল, রুহানি শর্মা, বিভা চিব্বার প্রমুখ।

‘আগ্রা’র দৃশ্যে রাহুল রায়ইশানউ

মণিপুরি নির্মাতা আরিবাম স্যাম শর্মা নির্মিত ১৯৯০ সালের ছবি এটি। এবারের কান উৎসবে ছবিটি নির্বাচিত হয়েছে রেড কার্পেট ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য। কানের ক্লাসিক সেকশনের অংশ হিসেবে ১৯ মে ছবিটি দেখানো হবে। এই সেকশনে মূলত পুরনো কিছু ছবি পুনরুদ্ধার করে প্রদর্শন করা হয়। বিভাগটিতে ভারতের প্রতিনিধিত্ব করবে ‘ইশানউ’।

উল্লেখ্য, ১১ দিনব্যাপী কান উৎসব চলবে ২৭ মে পর্যন্ত। সমাপনী দিনে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে উৎসবটির।

সূত্র: হিন্দুস্তান টাইমস