সংগীত নিয়ে দেশের প্রধান প্রতিযোগিতামূলক রিয়্যালিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’। দীর্ঘ দিন ধরে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবার শুরু হয়েছে সেরাকণ্ঠের সপ্তম সিজন। আজ বৃহস্পতিবার (৪ মে) থেকে শুরু হচ্ছে নতুন সিজনটির টিভি সম্প্রচার।
খবরটি নিশ্চিত করেছেন প্রতিযোগিতার প্রকল্প প্রধান ইজাজ খান স্বপন। তিনি বলেন, ‘অসাধারণ সব প্রতিযোগী পেয়েছি এবার। স্মার্ট, ভার্সেটাইল সিঙ্গাররা এসেছে। মেধাবী প্রতিযোগী আর গুণী বিচারকসহ সামগ্রিক আয়োজন নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।’
স্বপন জানান, এবার প্রায় ৩৮ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছিলেন। এরপর প্রাথমিক অডিশন শেষে ১৮০ জনকে বাছাই করা হয়। তাদের নিয়ে চলছে গ্র্যান্ড অডিশন। এরপর ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে যাবে অনুষ্ঠান।
সিজন ৭ প্রতিযোগীদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন ইজাজ খান স্বপন। তার ভাষ্য, ‘এতো ভালো ছেলে-মেয়েরা এসেছে, বলে বোঝাতে পারবো না। অবিশ্বাস্য! আমি তো অনেক রিয়্যালিটি শো করেছি। আমার কাছে মনে হয়েছে, এ যাবতকালে, এমনকি চ্যানেল আইয়ের ইতিহাসে এটাই সেরা কালেকশন। এটা শুধু আমি না, বিচারকরাও বলছেন। তুলনামূলকভাবে ছেলেরা অসম্ভব ভালো গাইছে। স্মার্ট, ভার্সেটাইল সিঙ্গাররা এসেছেন। কয়েকটা মেয়েও এসেছে, যাদের গায়কী গড গিফটেড। এবারের প্রতিযোগী, জাজ প্যানেল এবং সামগ্রিক আয়োজন নিয়ে আমি খুশি।’
পুরো আয়োজনটির উপস্থাপনায় থাকছেন শান্তা জাহান।
চ্যানেল আই সূত্র জানিয়েছে, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘সেরাকণ্ঠ’র নতুন পর্ব। এরপর তা উন্মুক্ত করা হবে চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মে।