‘গহীনে শব্দ’ শুনে ‘লাল টিপ’ নিয়ে ‘শঙ্খচিল’ হয়ে রুপালি আকাশে উড়েছিলেন কুসুম সিকদার। কিন্তু এরপর কেটে গেছে সাত বছর। অভিনয় থেকে দূরত্ব বজায় রেখেছিলেন কেন যেন! অবশেষে চলচ্চিত্রে ফেরার সুখবর দিলেন এই তারকা। সেই সঙ্গে জানা গেলো তার নতুন পরিচয়ের চমক।
কুসুম সিকদারের নতুন চলচ্চিত্রের নাম ‘শরতের জবা’। চমকপ্রদ ব্যাপার হলো, ছবিটির মাধ্যমে পরিচালক-প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। গল্প-চিত্রনাট্য তারই। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত তার গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’য় ‘শরতের জবা’ গল্পটি রয়েছে।
কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে ‘শরতের জবা’। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা নামে একটি ইউনিয়ন আছে। সেখানে কুসুমের দাদাবাড়ি। ছবিটির শুটিং হয়েছে পহরডাঙ্গাতেই।
কুসুমের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। দুই ঘণ্টা দৈর্ঘ্যের ছবিটি ওটিটি নাকি সিনেমা হলে মুক্তি পাবে তা এখনই বলতে নারাজ কুসুম।
ছবিটিতে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারি, হাসনাত রিপন, জাহাঙ্গীরসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার।
২০১৬ সালে সর্বশেষ চলচ্চিত্রে কাজ করলেও ২০১৮ সালে হানিফ সংকেতের নাটকে অভিনয় করেন কুসুম সিকদার। এর নাম ‘শেষ অশেষের গল্প’।