ডিরেক্টরস গিল্ড

নাট্য নির্মাতাদের ভোটের লড়াই

টিভি নাটক নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’। প্রতি দুই বছর পর এর নতুন কমিটি গঠন করা হয় নির্বাচনের মাধ্যমে। আজ শুক্রবার (১০ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ২০২৩-২৫ মেয়াদের নির্বাচন।

সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। সকাল থেকেই সদস্য নির্মাতারা এসে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এর ফাঁকে মশগুল হচ্ছেন আড্ডায়, হাসি-আনন্দে।

জানা গেছে, এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটিতে রয়েছেন এস এ হক অলিক (সভাপতি) ও ফরিদুল হাসান (সাধারণ সম্পাদক), আরেকটি প্যানেল গঠন করেছেন অনন্ত হীরা (সভাপতি) ও কামরুজ্জামান সাগর (সাধারণ সম্পাদক)।

ডিরেক্টরস গিল্ডের এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৮২ জন। তাদের ভোটেই নির্ধারিত হবে আগামী দুই বছর নির্মাতাদের নেতৃত্ব দেবেন কারা। এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আব্দুল লতিফ বাচ্চু।

অলিক-ফরিদুল প্যানেলের অন্য প্রার্থীরা হলেন: সহ-সভাপতি পদে আশরাফুল আলম (রন্টু), কায়সার আহমেদ ও মনোজ সেনগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফিরোজ আলম ও রাশেদা আক্তার লাজুক (একমাত্র নারী প্রার্থী), অর্থ সম্পাদক পদে আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জিয়া উদ্দিন আলম, প্রশিক্ষণ ও আর্কাইভ সম্পাদক পদে সরদার রোকন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সুমন, আইন ও কল্যাণ সম্পাদক পদে তারিক মুহাম্মদ হাসান এবং দফতর সম্পাদক পদে লড়ছেন সাঈদ রহমান। 

এই প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য হওয়ার জন্য লড়ছেন এস এম আরিফ, এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ ও শাহীন মাহমুদ।

অনন্ত হীরা ও সাগর প্যানেলের অন্য প্রার্থীরা হলেন: সহ-সভাপতি পদে মনির হোসেন জীবন ও প্রাণেশ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাইফ উদ্দিন আহমেদ ও সোহাগ গাজী, অর্থ সম্পাদক পদে মুক্তি মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ সম্পাদক পদে শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সবুজ খান, আইন ও কল্যাণ সম্পাদক পদে রিয়াজুল রিজু এবং দফতর সম্পাদক প্রার্থী দেবব্রত রনি। 

কার্যনির্বাহী পরিষদে প্রার্থী হয়েছেন সৈয়দ আওলাদ, ফিরোজ আহমেদ দুলাল, মেহেদী হাসান, ঈমাম রিপন ও এস এম আরিফ। 

এবারের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে শামীম রেজা জুয়েল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এর আগে ২০২১-২০২২ মেয়াদে ‘ডিরেক্টরস গিল্ড’র দায়িত্ব পালন করেছেন সালাউদ্দিন লাভলু (সভাপতি) ও কামরুজ্জামান সাগর (সাধারণ সম্পাদক)।