নারীর অধিকার প্রতিষ্ঠা ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে প্রতি বছরের ৮ মার্চ বিশ্বজুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক নারী দিবস’। সে হিসেবে আজ বুধবার (৮ মার্চ) রাষ্ট্র থেকে প্রতিষ্ঠান এবং ব্যক্তি বিভিন্ন পর্যায়ে উদযাপিত হচ্ছে বিশেষ দিনটি।
নারী দিবসের তাৎপর্য আসলে কেমন? এ প্রশ্নের উত্তর একেকজনের কাছে একেকরকম হবে। নিজের মতো করে এর ব্যাখ্যা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। তার মতে, ‘এই দিবসের তাৎপর্য হলো বছরজুড়ে নারীদের উদযাপন করা, জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে। এছাড়া আমার মনে হয়, পরিবারের মাধ্যমে আমরা প্রতি দিনই উদযাপিত হই। যদিও তারা সামনাসামনি মুখ ফুটে বলে না, কিন্তু যেভাবে তারা আমাদেরকে ভালোবাসে, এটাই তো একটা উদযাপন। একজন মায়ের জন্য, সন্তানেরা যে ভালোবাসা দেয়, সেটা উদযাপন; একজন স্বামী যখন নিঃশর্তে তার স্ত্রীকে ভালোবাসেন, সেটাই তো নারী দিবসের উদযাপন। যখন কোনও মেয়ে তার মাকে ভালোবাসে কিংবা মা তার কন্যাকে ভালোবাসে, আমার কাছে এসবই নারী দিবসের মাহাত্ম্য।’
রানি মনে করেন, নারীরা একে-অন্যের সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। যেটা পুরুষেরা পারেন না। তার ভাষ্য, ‘দুজন মেয়ে বন্ধু একসঙ্গে অসাধারণ সময় কাটাতে পারে। কিংবা দুজন নারী সহকর্মী কাজের ক্ষেত্রে একে-অপরকে সম্মান ও কাজের সুযোগ দিতে পারে। এগুলোর প্রত্যেকটি জিনিসই নারীবাদ উদযাপনের অংশ। একজন নারী আরেক জন নারীর সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে কথা বলতে পারে, যেটা পুরুষেরা পারে না। তারা নিজেদের সমস্যার কথা বলা থেকে বিরত থাকে, কারণ তারা মনে করে এতে পুরুষত্বের হানি হয়!’
এদিকে রানি মুখার্জি বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার প্রচারে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অনির্বাণ ভট্টাচার্য। আগামী ১৭ মার্চ ছবিটি মুক্তি পাবে।
সূত্র: পিঙ্কভিলা