পার্থিব ব্যান্ডের রুমন এখন একাই উড়ছেন; তার একক ক্যারিয়ার নিয়ে। গত বছরের শেষাংশে প্রকাশ করেছেন ‘ঝাপসা’ ও ‘মেঘরাঁধুনি’ নামের দুটি গানচিত্র। পেলেন প্রশংসাও। তবে সেসব ছাপিয়ে চলতি বছরের শুরুটা করলেন বিশেষ চমক দিয়ে। প্রকাশ করলেন মজার এক প্রেমময় গানচিত্র। শিরোনাম ‘বিনা বাতাসে ওড়ে চুল’।
গানটির কথা লিখেছেন মেঘলা। রুমনের কণ্ঠ ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটির ভিডিওতে অন্যরূপে হাজির হয়েছেন রুমন-মেঘলা দম্পতি। ভিডিওটি নির্মাণ করছেন অর্চন চক্রবর্তী।
১৩ জানুয়ারি গানটি উন্মুক্ত হয় রুমনের ইউটিউব চ্যানেলসহ দেশ-বিদেশের একাধিক মিউজিক স্ট্রিমিং সাইটে।
গানটি তৈরি করা প্রসঙ্গে রুমন বলেন, ‘‘একদিন বেশ রাতে আমি বাসায় ফিরেছি। চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেডরুমের বারান্দায় বসতে না বসতেই মেঘলা (আমার সহধর্মিণী) বলে উঠলো- একটা উদ্ভট গান লিখেছি, দেখবা? দেখাতে দেখাতে ‘ফুর ফুর ফুর ফুর’ কি সব জানি গেয়ে উঠলো (অনেকটা এই গানে যেভাবে করেছি সেভাবেই)। আর আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে লেখাটার দিকে তাকাতেই আমার মাথায় সুরটা চলে আসলো। আমি ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে নিঃশব্দে মাথার ভেতর পুরো গানের সুরটা করে ফেললাম ওখানে বসেই। তারপর সাথে সাথে ঘরে ঢুকে গিটারটা নিয়ে বসে গেলাম এবং সুরটা পাকাপোক্ত করে ফেললাম। মেঘলাকে শোনালাম, সে মহাখুশি!’’
ভিন্ন গেটআপে গানের ভিডিও নির্মাণ প্রসঙ্গে এ শিল্পী জানান, ‘ভিডিওতে অভিনয় করেছি আমি এবং মেঘলা দু’জনেই। সাথে বাবু ভাইয়ের (ফোয়াদ নাসের বাবু) উপস্থিতিও আছে। আমরা কেউই অভিনয় পারি না, করি না। মেঘলা তো অলমোস্ট প্রথম কোনও ক্যামেরার সামনে। কোনও স্ক্রিপ্টও করা ছিলো না। শুধু মাথায় ভাসা ভাসা একটা আইডিয়া ছিলো আমাদের। তবে সবার দক্ষতার যোগফলে এই ভিডিও, যা দেখে সবাই খুবই মজা পাবেন বলেই আমার বিশ্বাস।’
গানটির গীতিকবি, ভিডিওর নায়িকা এবং কণ্ঠশিল্পীর অর্ধাঙ্গিনী মেঘলা বলেন, ‘সত্যি বলতে লেখালেখিটা মনের খোরাক মেটাতেই করি। কিন্তু সেই লেখা যখন কেউ পছন্দ করে এমন একটা কিছু করে ফেলে, তখন অসাধারণ একটা অনুভূতি হয় মনে। আমি ভীষণ ভাগ্যবান যে, আমার লেখাগুলো সহজেই রুমনের মতো একজন শিল্পীর কাছে পৌঁছে যেতে পারে এবং সে চাইলে সুর দিয়ে গান বেঁধে ফেলতে পারে। সেই ভালোলাগার অনুভূতিটা একদম আকাশ ছোঁয়া! গানটি প্রকাশের পর বিনা বাতাসেই এখন আমার চুলগুলো উড়ছে!’