স্বামী নায়ক রাজের বিরুদ্ধে পরীমণি একাধিক অভিযোগ তুলেছেন গত ক’দিনে। সর্বশেষ বছরের প্রথম দিন অভিযোগ করলেন, রাজ তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তাকে একাধিকবার মারধর করেছেন। এমন বয়ান দিয়ে ফেসবুকে রক্তমাখা বিছানার ছবিও প্রকাশ করেছেন।
তবে রাজ শুরু থেকেই পরীর ধারাবাহিক অভিযোগের বিষয়ে চুপ থেকেছেন। শুধু বছরের প্রথম দিন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পুত্র রাজ্যকে নিয়ে। টু শব্দটিও করেননি পরীকে ঘিরে।
অবশেষে পরী প্রসঙ্গে মুখ ফুটলো এই ‘পরাণ’ নায়কের। ফেসবুকে পরীমণির নানা পোস্ট ও অভিযোগ প্রসঙ্গে রাজের স্পষ্ট ভাষ্য, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে এখন।’
আগেও দেখা গেছে, সোশ্যাল হ্যান্ডেলে পরীর এমন প্রতিক্রিয়ার দ্রুত সময়ের মধ্যে ফের দুজনকে হাস্যোজ্জ্বল ফ্রেমে। তবে এবার আর সেটি সম্ভবত হচ্ছে না। রাজের আভাস, ‘না, আর হবে না।’
২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমণি ও শরিফুলের রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেছিলেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।