প্রিন্স মাহমুদের ‘খেয়াল পোকা’র প্রকাশনা। ছবি: সাজ্জাদ হোসেন।‘খেয়াল পোকা’র প্রকাশনা উৎসবে ‘গান পোকা’দের উপস্থিতি আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কারণ, ভেঙ্গে পড়ে ফের নতুন করে গড়ে ওঠার চেষ্টারত চলমান অডিও ইন্ডাষ্ট্রিতে- এমন উচ্ছ্বাসময় সংগীতসন্ধ্যা সচরাচর পাওয়া যায় না। রবিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় প্রিন্স মাহমুদের কথা-সুরে ‘খেয়াল পোকা’ অ্যালবামের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় বেইলি রোডের একটি রেস্তোরাঁয়। কে ছিলেন না এই সন্ধ্যায়?
তাই তো অনুষ্ঠানের মধ্যমণি প্রিন্স মাহমুদের কণ্ঠে আবেগের প্রতিধ্বনি। সবশেষে মঞ্চে উঠে বিনম্রচিত্তে গলা জড়ানো কণ্ঠে বললেন, ‘এই যে এত মানুষের আগমন, এত প্রশংসা- এসবের যোগ্য মোটেই আমি নই। তবুও শুনতে ভালো লাগে। মনে মনে আকাশ ছুঁই। আর নিজেকে বলি, এরচেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে? পৃথিবীর কোনও আনুষ্ঠানিক পুরস্কারই তো এসবের কাছাকাছি নয়।’
প্রিন্স মাহমুদের কথা, সুর ও সংগীতে ১০ জন শিল্পীর নতুন গান নিয়ে সাজানো হয়েছে ‘খেয়াল পোকা’। এতে থাকছে একক ও দ্বৈত গান। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান, তপু, মাহাদি, কণা, এলিটা, ইমরান, মিনার, শামিম, ইভা ও নন্দিতা।
‘খেয়াল পোকা’র প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ জানিয়েছে, আপাতত শুধু রবি গ্রাহকরা মোবাইলেই গানগুলো শুনতে পারবেন। এজন্য রবি গ্রাহকদেরকে ডায়াল করতে হবে ৪৮৭৮৭৭ নম্বরে। অ্যালবামটি সিডি আকারে আসবে ভালোবাসা দিবসে।