শাকিব খানের কান্নার গান (ভিডিও)

ঢাকাই ছবির নায়করা কমই কাঁদেন। কাঁদলেও চোখ বেয়ে অতটা জল গড়ায় না। তবে এবার ঢাকাই কিং কেঁদে মুখ ভাসালেন। এই কান্না প্রিয়তমার বিয়ে আর নিজের অসহায়ত্বকে ঘিরে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রকাশ হলো ঈদের ছবি ‘গলুই’-এর ‘তুই আমি দুই’ শিরোনামের গানচিত্র। যার দৃশ্যের প্রায় পুরোটাজুড়ে নীল বেদনা ছড়িয়েছেন শাকিব খান। নববধূর সাজে এই মন খারাপের গল্পে অংশগ্রহণ ছিলে নায়িকা পূজারও।

মন খারাপের গানটি লিখেছেন নির্মাতা এস এ হক অলিক নিজেই। ইমন সাহার সুরে এতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল।

গানটি নিয়ে নির্মাতা অলিক বলেন, ‘আমি সিনেমাটি নির্মাণ করতে গিয়ে কোনও আপস করিনি। গানের বেলায় দেশের সেরা তারকাদের বেছে নিয়েছি, যারা দিনের পর দিন এ দেশের সিনেমা ও গানের আঙিনাকে সমৃদ্ধ করেছেন। এস আই টুটুল তাদের মধ্যে অন্যতম।’

কিছু দিন আগেই প্রকাশ হয়েছে ‘গলুই’ সিনেমার টিজার ও হাবিবের তৈরি গান।

পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’ ২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। খোরশেদ আলম খসরু ছবিটি প্রযোজনা করছেন। তিনি জানান, সরকারি অনুদান ৬০ লাখ পেলেও ছবিটির বাজেট দুই কোটির কাছাকাছি।

শাকিব খান ও পূজা চেরী ছাড়াও ‘গলুই’ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।