‘আব্বাস’-এর পর ‘ওস্তাদ’

সাইফ চন্দন‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘টার্গেট’ এবং ‘আব্বাস’-এর পর ফের নতুন ছবি নির্মাণের ঘোষণা দিলেন তরুণ নির্মাতা সাইফ চন্দন।
জানালেন, নতুন ছবিটির নাম ‘ওস্তাদ’। যথারীতি এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন নির্মাতা নিজেই। এরমধ্যে ছবিটির নাম চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে।
সাইফ চন্দন বলেন, ‘ছবিটি রোম্যান্টিক অ্যাকশন ঘরানার হবে। আপাতত চিত্রনাট্য, গান ও প্রি-প্রোডাকশনের কাজ চলছে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুটিং শুরু করবো। শিগগিরই সংবাদ সম্মেলন করে শিল্পীদের চূড়ান্ত তালিকা ও নির্মাণ পরিকল্পনা জানানোর প্রস্তুতি নিচ্ছি আমরা।’
এই নির্মাতার আগের তিনটি ছবিতেই নায়ক হিসেবে ছিলেন নিরব। তবে কি এবারও ‘ওস্তাদ’-এ পাওয়া যাচ্ছে তাকে? এমন প্রশ্নের জবাবে সাইফ চন্দন জানান, এখন পর্যন্ত সম্ভাবনা নেই। তবে শেষ বলেও কিছু নেই। কারণ, ছবির মূল চরিত্রগুলো নিয়ে এখনও গবেষণা চলছে নির্মাতা-প্রযোজকদের মধ্যে। চূড়ান্ত হলেই সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।  
উল্লেখ্য, মিলন-আইরিন-নিরব-অমৃতাকে নিয়ে এই পরিচালকের ‘টার্গেট’ ছবিটি মুক্তি প্রতীক্ষিত। অন্যদিকে গত জুলাই মাসে মুক্তি পেয়েছে সাইফ চন্দনের শেষ ছবি ‘আব্বাস’। নিরব ও সোহানা সাবাকে নিয়ে তৈরি ছবিটির গল্প ও নির্মাণ ভাবনা প্রশংসিত হয় সমালোচক মহলে।

‘আব্বাস’-এর গান: